প্রতীকী ছবি (Photo Credits: PTI)

পুনে, দিল্লির পর এবার গাজিয়াবাদ (Ghaziabad)। ফের বেপড়োয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৩ নিরীহ মানুষের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক ব্যক্তি। শনিবার ভোরের দিকে ঘটনাটি ঘটেছে জিটি রোডের ওপর সিহানিগেট থানা এলাকায়। কাকভোরে চার পথচারিকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে পালিয়ে যায় অভিযুক্ত। দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ মহিলার মৃত্যু হয়। বাকি ২ জনের মধ্যে একজনের চিকিৎসা চলাকালিন মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক গাড়িটি ঘটনাস্থলে রেখে পালিযে যায় অভিযুক্ত। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে

জানা যাচ্ছে, শনিবার ভোর ৫টা ৪৫ নাগাদ ঘটনাটি ঘটে সিহানিগেট থানার কাছে রাকেশ মার্গে। ঘটনার সময় ৪ পথচারী রাস্তা পার হচ্ছিলেন। তাঁরা একদিকে রাস্তা পেরিয়ে ডিভাইডারের পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময় একটি সাদা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে চারজনকে ধাক্কা মারে। ঘটনার কিছুক্ষণ পড়ে চালক গাড়ি থেকে বেরিয়ে এসে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করেন।

দুর্ঘটনায় মৃত্যু ৩ মহিলার

পুলিশসূত্রে খবর, দুর্ঘটনাস্থলে ৩ মহিলা ও এক পুরুষ ছিলেন। তাঁদের মধ্যে সাবিত্রী দেবী (৬০), মীনু প্রজাপতি (৫৬)-র ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কমলেশ দেবীর (৫৫) –র মৃত্যু হয়। আহত বিপীন শর্মা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ইতিমধ্যেই গাড়িটি বাজেয়াপ্ত করেছে।