বিহারের আদালত চত্বরে চলল গুলি। মঙ্গলবার দুপুরে গয়ার শেরঘাটি আদালতে এক জেলবন্দি আসামীকে লক্ষ্য করে গুলি চালালো একদল দুষ্কৃতি। জানা যাচ্ছে, এই হামলায় অভিযুক্ত জেলবন্দি আসামী সহ এক পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদেরকে ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশসূত্রে খবর, এদিন শুনানির পর ওই আসামীকে নিয়ে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাচ্ছিলেন পুলিশকর্মীরা। তখনই তাঁদের ওপর হামলা চালায় জনা পাঁচেক দুষ্কৃতি। যদিও এরা সুপারি কিলার নাকি ওই আসামীর পূর্ব পরিচিত সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
তবে এই হামলার কারণে হুলুস্থুল পড়ে যায় আদালত চত্বরে। আদালতে আসা লোকজনেরা কার্যত এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। তবে এর মধ্যে ২ আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাঁদের নাম পরিচয় এখনো প্রকাশ্যে আনেননি তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে আহত আসামীর শরীরের দুটি গুলি লেগেছে। ফলে তাঁর অবস্থা আশঙ্কাজনক অন্যদিকে পুলিশকর্মীর শরীরে একটি গুলি লেগেছে। তাঁর এখনও চিকিৎসা চলছে।
Bihar: An incident of firing reported at Sherghati Court premises in Gaya. Details awaited.
City SP Prerna Kumari says, "As per the preliminary info, the accused has been shot. One of our Police Constables has also been shot."
— ANI (@ANI) July 24, 2024
এদিকে এই হামলার পেছনে কে বা কারা জড়িত রয়েছে তা এখনও জানা যায়নি। দিনকয়েক আগে এরকমই হামলা। মাসখানেক আগে ছত্তিশগড়ের আদালতেও ঠিক একইভাবে হামলা চালানো হয়। সেই হামলায় জড়িত ছিলেন রাজ্যের প্রাক্তন কংগ্রেস বিধায়কের ছেলে। তাঁকে পরবর্তীকালে গ্রেফতারও করা হয়।