নয়াদিল্লিঃ মারা গিয়েছে ছেলে, কিন্তু তা বুঝেই উঠতে পারেননি বৃদ্ধ বাবা-মা। শেষে চারদিন পর পুলিশ(Police) এসে উদ্ধার করে মৃতদেহ। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার(Telangana) হায়দরাবাদে(Hyderabad)। জানা গিয়েছে, বাড়িতে বৃদ্ধ বাবা-মাকে নিয়েই থাকতেন ৩০ বছরে প্রমোদ। বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী কালুভা রমন আর মা শান্তি কুমারী দু'জনেই দৃষ্টিহীন। কয়েক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় এই বৃদ্ধ দম্পতির ছেলে প্রমোদের। তারপর থেকে বাবা-মায়ের সঙ্গেই থাকতে শুরু করে প্রমোদ। প্রতিবেশীরা জানিয়েছে, নিয়মিত মধ্যপান করতেন প্রমোদ। সোমবার হায়দরাবাদের ব্লাইন্ড কলোনি থেকে পুলিশের কাছে একটি ফোন আসে। জানানো হয় একটি বাড়ি থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। দরজা খুলতেই দেখা যায় মাটিতে পড়ে রয়েছে প্রমোদের দেহ। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিগত চারদিন ধরে ছেলেকে খাওয়ার জন্য ডাকাডাকি করে উত্তর না পেয়েও ওই দম্পতি বুঝে উঠতে পারেননি যে ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ আরও জানিয়েছে ওই সম্পতি সজ্ঞানে ছিলেন না। এরপর তাঁদের উদ্ধার করে জল-খাবারের ব্যবস্থা করে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান চার-পাঁচদিন আগে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে প্রমোদের। তবে কী কারণে মৃত্যু তা জানা যায়নি। মৃত্যুর আসল কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
৪ দিন ধরে ঘরে পড়ে রয়েছে ছেলের মৃতদেহ, বুঝতেই পারেননি অন্ধ বাবা-মা
An elderly #Hyderabad couple, both visually impaired, were rescued from their home after being found with the body of their 30-year-old son.
Details inside 🔗https://t.co/qiGUF9Y4PY pic.twitter.com/ujsWJJHyk7
— Hindustan Times (@htTweets) October 29, 2024