Mizoram Earthquake: মিজোরামে আবারও ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১
ভূমিকম্প(Photo Credits: PTI)।

আইজল, ২১ জুন: আবারও ভূমিকম্প (Earthquake) মিজোরামে (Mizoram)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১। বিকেল ৪টে ১৬ নাগাদ আইজল (Aizawl) থেকে ২৫ কিমি পূর্ব-উত্তরপূর্বে ভূমিকম্প অনুভূত হয়। অসমেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই ভারত-মিয়ানমার সীমান্তেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ৩৫ কিমি গভীরে।

বৃহস্পতিবারও ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে মিজোরাম (Mizoram)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। মিজোরামের চাম্পাই থেকে ৯৮ কিমি দক্ষিণ পূর্বে সন্ধে ৭টা ২৯ মিনিটে ভূমিকম্প হয়।