Accident Representative Photo (File image)

কর্ণাটকের বেলাগভি (Belagavi Road Accident) জেলায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। একটি যাত্রীশূন্য সরকারী বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে যাত্রীবাহী একটি গাড়ির। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আথানি থানার পুলিশ। গাড়িতে থাকা ৫ জন আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করে। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

হতাহতরা সকলেই একই এলাকার বাসিন্দা

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার বিকেলে আথানিতে মিরাজ রোডে বানাজওয়াদ কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি কোলহাপুর থেকে ফিরছিল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কেএসআরটিসি বাসের সামনে চলে আসে। সেই কারণে দুর্ঘটনাটি ঘটে। মৃত এবং আহতরা সকলেই কালাবুরগি জেলার আফজালপুরের বাসিন্দা। নিহতরা হলেন গিরিশ বল্লোরাগি, রাহুল এবং সাঙ্গু।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে

জানা যাচ্ছে, এরা সকলেই কোলহাপুরে মহালক্ষ্মী দেবীর মন্দির থেকে বাড়ি ফিরছিলেন। কিন্তু মাঝরাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের। ইতিমধ্যেই মৃতদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পাশাপাশি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।