অমৃতসর, ২৩ এপ্রিল: ৩৫ দিন পর ধরা পড়লেন পঞ্জাবের মোগা থেকে ধরা পড়ল খালিস্তানীপন্থী নেতা তথা ওয়ারিস পঞ্জাব দ্য-র প্রধান অমৃতপাল সিং (Amrit Pal Singh)। অমৃতপালের গ্রেফতারী নিয়ে মুখ খুললেন তাঁর বাবা ও মা। অমৃতপালের মা বলবিন্দর কৌর জানালেন, " আমরা খবরে দেখলাম যে অমৃতপাল আত্মসমর্পণ করেছে। যেভাবে ও একজন প্রকৃত যোদ্ধার মত আত্মসমর্পণ করেছে, তাতে আমি গর্ব অনুভব করছি। আমরা আইনি লড়াই লড়ব এবং যত তাড়াতাড়ি সম্ভব জেলে গিয়ে ওর সঙ্গে দেখা করব।"
অমৃতপালের বাবা তারসিম সিং বললেন, "টিভিতে দেখলাম অমৃতপাল আত্মসমর্পণ করেছে। যেভাবে ওর জন্য অনেককে হেনস্থা করা হচ্ছিল, তা দেখে আমরাও চেয়েছিলাম যাতে ও আত্মসমর্পণ করে। আমরা আইনত দিক থেকে এই মামলা লড়ব। আমাদের লড়াইয়টা অন্যায়ের বিরুদ্ধে, ড্রাগের নেশা থেকে মানুষকে বিশেষ করে তরুণ প্রজন্মকে বের করে সুস্থ জীবন উপহার দিতে।"আরও পড়ুন-কেরলে প্রধানমন্ত্রী মোদীকে খুনের হুমকি দিয়ে চিঠি লেখা ব্যক্তি গ্রেফতার, প্রতিবেশীকে ফাঁসাতেই কু কীর্তি!
দেখুন ভিডিয়ো
VIDEO | Amritpal Singh's mother, Balwinder Kaur, and father, Tarsem Singh, on his arrest earlier today. pic.twitter.com/YWdEqAVrRu
— Press Trust of India (@PTI_News) April 23, 2023
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানালেন, "৩৫ দিন খোঁজার পর অমৃতপাল সিং আজ ধর পড়ল। যারা দেশের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রতিশোধের রাজনীতি করি না। কোনও নির্দোষ মানুষের জীবনের শান্তিতে ব্যাঘাত ঘটানো হবে না।"