Amit Shah: হাসপাতালে ভরতি হওয়ার পর থেকে আর কোভিড টেস্টই হয়নি অমিত শাহের, জানালো স্বরাষ্ট্রমন্ত্রক; পোস্ট ডিলিট করলেন মনোজ তিওয়ারি
অমিত শাহ

নতুন দিল্লি, ৯ অগস্ট: গত সপ্তাহে করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তার পর থেকে তাঁর এখনও পর্যন্ত আর কোনও কোভিড টেস্টই হয়নি, বলে জানায় স্বরাষ্ট্রমন্ত্রক (MHA)। আজ বিজেপি নেতা মনোজ তিওয়ারি (Manoj Tiwari) টুইট করে জানান, অমিত শাহের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এই বিষয়টি দেখেই স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, অমিত শাহের কোভিড টেস্টই হয়নি। নেগেটিভ রিপোর্ট তো কোন ছাড়! তবে এই খবরটির পর পোস্ট ডিলিট করে দেন মনোজ তিওয়ারি।

২ অগস্ট কোভিড -১৯ পজিটিভ রিপোর্ট আসে স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর তিনি মেদন্ত হাসপাতালে ভরতি হন। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছিলেন তিনি। অমিত শাহ লেখেন, "করোনার প্রাথমিক উপসর্গ দেখেই আমি টেস্ট করেয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার স্বাস্থ্য ভালো আছে, তবে চিকিৎসকদের পরামর্শে আমাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। গত কয়েকদিনে আমার সঙ্গে যারা কাজ করেছেন তাঁরা দয়া করে আইসোলেশনে থাকুন ও টেস্ট করান।" আরও পড়ুন, রিপোর্ট নেগেটিভ, করোনা থেকে সুস্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জানালেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি

অমিত শাহের সগস্পর্শে যাঁরা এসেছিলেন, সকলেই সেলফ আইসোলেশনে রয়েছেন। গতকালই করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal)। সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রীকে দিল্লির এইমস-এ (AIIMS) ভর্তি করা হয়েছে। তাঁর দুবার করোনা টেস্ট হয়। দ্বিতীয় টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। তবে তাঁর স্বাস্থ্য ঠিক আছে বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে নরেন্দ্র মোদি মন্ত্রিসভার চারজন সদস্য কোভিড-১৯ -এ আক্রান্ত হলেন। প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পর গতকাল দুপুরে জানা যায়, কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাশ চৌধুরিও করোনায় আক্রান্ত।