
'পাকিস্তান প্রমাণ করেছে, যে জঙ্গিরা ওই দেশে রয়েছে, তারা সম্পূর্ণভাবে পাক মদতপুষ্ট'- শুক্রবার দিল্লিতে বিএসএফের (Border Security Force Investiture Ceremony) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পড়শি দেশের বিরুদ্ধে তোপ দাগলেন স্বরাষ্ট্র্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। তিনি সাফ জানিয়ে দেন, আমরা পাকিস্তানের সেনার উপরে বা তাদের বায়ুসেনা ঘাঁটিগুলোতে কোনও আঘাত হানতে চাইনি। আমাদের টার্গেট ছিল জঙ্গিঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া। আমরা সেটাই করেছি। তিনি এও বলেন, বিশ্ববাসী বুঝে গিয়েছে, ,সন্ত্রাস মানেই পাক মদত। আর অপারেশন সিঁদুর সন্ত্রাসকে শেষ করতে নেওয়া অন্যান্য উদ্যোগগুলির থেকে সবচেয়ে সঠিক ও অভেদ্য। যার প্রশংসা শুধু ভারতীয়রাই নয়, গোটা বিশ্ব করেছে।
#WATCH | Delhi | On #OperationSindoor, Union Home Minister Amit Shah says, "Today Pakistan stands exposed that the terrorism in India is Pakistan-sponsored...When we launched an attack on terrorist sites in Pakistan, the Pakistan army retaliated...The officers of the Pakistan… pic.twitter.com/eakmcD6aeQ
— ANI (@ANI) May 23, 2025
দেশের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, গোটা দেশ সেনা ও বিএসএফ-এর সাহসিকতার উপর আস্থা রাখে। যখন সংঘর্ষ শুরু হয়, তখন বিএসএফ প্রতি মুহূর্তে দেশের সীমানাকে সুরক্ষিত রেখেছে।
বি এস এফ- এর প্রশংসার সুর অমিত শাহ র গলায়
#WATCH | Delhi | Addressing the Border Security Force Investiture Ceremony, Union Home Minister Amit Shah says, "...When it was decided that one force will provide security on one border, BSF was given the responsibility of guarding the two most difficult borders - Bangladesh and… pic.twitter.com/CFBcVyPrem
— ANI (@ANI) May 23, 2025
পাকিস্তানের সেনাবাহিনীর সমালোচনার সুর অমিত শাহ-র গলায়
#WATCH | Delhi | On #OperationSindoor, Union Home Minister Amit Shah says, "We believed that we had attacked the terrorists but Pakistan proved that it sponsors terrorism...Pakistan, considering the attack on terrorists as an attack on itself...When the Pakistani army tried to… pic.twitter.com/ojQRfl3v8F
— ANI (@ANI) May 23, 2025
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "...অপারেশন সিঁদুর হলো আমাদের প্রধানমন্ত্রীর দৃঢ় রাজনৈতিক ইচ্ছাশক্তি, আমাদের গোয়েন্দা সংস্থাগুলির সঠিক তথ্য এবং সেনাবাহিনীর আশ্চর্যজনক প্রাণঘাতী দক্ষতার একত্রিত প্রদর্শন। অপারেশন সিঁদুর তখনই গঠিত হয় যখন তিনটিই একত্রিত হয়...আমাদের দেশ বহু দশক ধরে পাকিস্তান-স্পন্সসরড সন্ত্রাসবাদের মুখোমুখি হচ্ছে। পাকিস্তান বছরের পর বছর ধরে অনেক বড় ঘটনা ঘটিয়েছে, কিন্তু এর যথাযথ জবাব দেওয়া হয়নি...২০১৪ সালে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটি সরকার গঠিত হয় এবং প্রথম বড় আক্রমণ হয় উরিতে আমাদের সৈন্যদের উপর, তারা তাদের জীবন্ত পুড়িয়ে মারার সাহস করে এবং আমরা উরির পরপরই সার্জিক্যাল স্ট্রাইক করে প্রথমবারের মতো সন্ত্রাসীদের আস্তানায় প্রবেশ করে সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেওয়ার কাজটি করেছি।"
কী বললেন অপারেশন সিঁদুর নিয়ে-
#WATCH | Delhi | Addressing the Border Security Force Investiture Ceremony, Union Home Minister Amit Shah says, "...Operation Sindoor is when our Prime Minister's strong political will, accurate information from our intelligence gathering agencies and the army's amazing display… pic.twitter.com/Mfn3jHWGe0
— ANI (@ANI) May 23, 2025