Amit Shah on Jammu And Kashmir In Rajya Sabha: কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক, ইন্টারনেট পরিষেবা নিয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন: অমিত শাহ
রাজ্যসভায় অমিত শাহ (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২০ নভেম্বর: জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) পরিস্থিতি স্বাভাবিক। বুধবার রাজ্যসভায় এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, মোবাইল ইন্টারনেট (Internet) পরিষেবায় নিষেধাজ্ঞা রয়েছে তবে অন্য পরিষেবা যেমন ল্যান্ডলাইন টেলিফোন এবং মোবাইল ফোন জম্মু ও কাশ্মীরে চালু রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন কেন্দ্রশাসিত অঞ্চলে মোবাইল ইন্টারনেট পরিষেবা ফের চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে। তাঁর দাবি, "কাশ্মীরে এখনও পাকিস্তান তাদের কাজ চালিয়ে যাচ্ছে। সুতরাং, সুরক্ষার কথা মাথায় রেখে যখনই স্থানীয় কর্তৃপক্ষ এটিকে উপযুক্ত মনে করবে সিদ্ধান্ত নেবে।

এ দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। তিনি বলেন, পরীক্ষায় স্কুল-কলেজে পড়ুয়াদের উপস্থিতির হার ৫ শতাংশের মতো। বন্ধ ইন্টারনেট পরিষেবা। ক্ষতি হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পাকিস্তানের উস্কানিমূলক কার্যকলাপের জন্যই বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি বিষয়ে জম্মু-কাশ্মীর প্রশাসন খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেবে।" বক্তব্। রাখতে গিয়ে গুলাম নবি আজাদের কটাক্ষ, ১৯৪৭ সাল থেকেই প্রতিবেশী দেশ রয়েছে। ৩০ বছর ধরে সেই দেশের সঙ্গে সন্ত্রাসবাদ লড়াই চলছে। কখনও-সখনও এক দু’দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখলেও এমন টানা ৩ মাস ইন্টারনেট বন্ধের নজির বিশ্বে কোথাও নেই। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "জম্মু ও কাশ্মীরে প্রয়োজনীয় পণ্য পর্যাপ্ত রয়েছে। স্বাস্থ্য পরিষেবাও সম্পূর্ণ কার্যকর। সমস্ত উর্দু, ইংরেজি সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলি কাজ করছে। ব্যাঙ্কিং পরিষেবাও পুরোপুরি কার্যকর রয়েছে। সমস্ত সরকারি দফতর এবং সমস্ত আদালত খোলা রয়েছে। ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচনের ৯৮.৩ শতাংশ ভোট পড়েছে।" আরও পড়ুন: Delhi Air Pollution: গৃহবন্দী হচ্ছেন দিল্লিবাসীরা, ফের দূষণে ডুবেছে রাজধানী

কাশ্মীর সংক্রান্ত এসব তথ্য রাজ্যসভায় তুলে ধরার পর অমিত শাহ বিরোধী দলের সাংসদ গুলাম নবি আজাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, "আমি গুলাম নবি আজাদ সাহেবকে চ্যালেঞ্জ করছি। আমি যে তথ্যগুলি পেশ করলাম সেগুলির পাল্টা বলুন। আপনি কেন এই তথ্যগুলির বিরোধিতা করছেন না। আমি এখনও একঘণ্টা এই ইশুতে আলোচনা করতে পারব।" স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "৫ অগাস্টের পর থেকে কাশ্মীরে পুলিশের গুলিতে একজনও মারা যায়নি। এই হাউসের সদস্য রক্তপাতের পূর্বাভাস দিচ্ছিলেন তবে আমি জানাতে পেরে খুশি যে পুলিশের গুলিতে কারও মৃত্যু হয়নি। পাথর ছোড়ার ঘটনা হ্রাস পেয়েছে।"