Maoist, Representational Image (Photo Credit: ANI)

দেশজুড়ে মাওবাদী নিকেশ অভিযান অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কথায় আগামী বছর অর্থাৎ ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার ঘোষণা করেছেন। অর্থাৎ আগামী ৫ মাসের মধ্যে মাওবাদী মুক্ত হবে গোটা দেশ। এই অভিযান বিগত কয়েকবছর ধরেই চলছে। এরমদ্যে অসংখ্য মাওবাদীর মৃত্যু হলেও কয়েকজন প্রাণের ভয়ে আত্মসমর্পণও করছে। আর সময় যত এগিয়ে আসছে, ততই সেই আত্মসমর্পণের প্রবণতা বেড়ে চলেছে।

আত্মসমর্পণ করছে মাওবাদীরা

জানা যাচ্ছে, “গত দু’দিনে দুই রাজ্য থেকে কমপক্ষে ২৫৮ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। যাঁদের মধ্যে ছত্তিশগড় থেকে ১৭০ জন বৃহস্পতিবার ও গত বুধবার ২৭ জন। এবং মহারাষ্ট্র থেকে গতকাল ৬১ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন”। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একাধিক অত্যাধুনিক অস্ত্র। সেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।

মাওবাদী নিকেশ অভিযান

প্রসঙ্গত, বর্মানে ছত্তিশদড়, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্, ওড়িশা সহ একাদিক রাজ্যের জঙ্গল এলাকায় এখনও সক্রিয় রয়েছে মাওবাদীরা। এখনও পর্যন্ত কয়েক হাজার মাওবাদী নিকেশ হয়েছে এই অভিযায়নে।