দিল্লি, ১২ মে: ভারত (India-Pakistan Tension) এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে (Ceasefire) রাজি হয়েছে। ফলে দুই দেশের উত্তেজনা ক্রমাগত প্রশমিত হতে শুরু করেছে। ভারত, পাকিস্তানের মাঝে উত্তেজনা যখন ক্রমাগত প্রশমিত হচ্ছে, সেই সময় দেশের সীমান্তবর্তী এবাকার একাধিক বিমানবন্দর (Indian Airport) ফের নতুন করে খোলা হবে। এমনই জানা যাচ্ছে। ভারত, পাকিস্তানের উত্তেজনার মাঝে যে বিমানবন্দরগুলি বন্ধ ছিল, সেগুলি ফের খোলা হবে শিগগিরই।
১৫ মে সকাল ৫.২৯ মিনিট পর্যন্ত দেশের যে বিমানবন্দরগুলি বন্ধ থাকবে বলে জানানো হয়, অপারেশন সিদূঁরের পর। পাকিস্তান যাতে কোনওভাবে ওই বিমানবন্দরগুলির ক্ষতি করতে না পারে, তার জন্য পদক্ষেপ করা হয়। যে বিমানবন্দরগুলি বন্ধ করা হয়, সেগুলির তালিকা দেওয়া হল দেখে নিন...
আধামপুর
আম্বালা
অমৃতসর
অবন্তীপুর
ভাটিন্ডা
ভূজ
বিকানের
চন্ডিগড়
হালওয়ারা
হিন্দন
জয়সলমীর
জম্মু
শ্রীনগর
যোধপুর
কান্ডালা
কাংরা
কেশড
কিশাণগড়
কুলু মানালি
লেহ
লুধিয়ানা
মুন্দ্রা
নালিয়া
পাঠানকোট
পাটিয়ালা
পোরবন্দর
রাজকোট
সারওয়া
সিমলা
জামনগর
থৈসে
উত্তরলাই
প্রসঙ্গত ভারত, পাকিস্তান উত্তেজনা ছড়ানোর পরপরই দেশের ২৫টি বিমান পথ বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে একের পর এক বিমানবন্দরও বন্ধ করা হয়। ভারতের সীমান্তবর্তী এলাকার বিমানবন্দরগুলিতে যাতে কোনও ধরনের হামলা পাকিস্তান না চালাতে পারে, তারজন্যই করা হয় পদক্ষেপ।