Delhi Metro Rail Corporation: মাস্ক পরেনি, গত ৯ দিনে ২ হাজারেরও বেশি যাত্রীকে জরিমানা দিল্লি মেট্রোর
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর: স্টেশন চত্বর ও ট্রেনের মধ্যে মাস্ক না পরার জন্য দু’হাজারেরও বেশি যাত্রীকে জরিমানা করল দিল্লি মেট্রো (Delhi Metro Rail Corporation)। মহামারী করোনাভাইরাসের জেরে দেশজুড়ে চলেছে লকডাউন। এজন্য প্রায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে দিল্লিতে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে ডিআরএমসি-র তথ্য বলছে, গত ১১ সেপিটেম্বর থেকে ২০ সেপ্টেম্বর, এই সময়সীমার মধ্যে মাস্ক না পরার জন্য দু’হাজারেরও বেশি যাত্রীকে জরিমানা করা হয়েছে। এই পরিস্থিতি দেখার পর পাঁচ হাজার জনকে কোভিড-১৯ গাইড লাইন সম্পর্কিত কাউন্সেলিংও করা হয়। যাতে তাঁরা মহামারীতে সুস্থ থাকতে এই বিধি নিয়ম অনুসরণ করেন। আরও পড়ুন-Farm Bills: রাষ্ট্রপতিকে কৃষি বিলে সই না করার স্মারকলিপি দিয়ে দেখা করার জন্য সময় চাইলেন বিরোধীরা

একটি রিপোর্টে রেল কর্পোরেশন জানিয়েছে, বিশেষ কিছু ক্ষেত্রেই জরিমানা ধার্য করা হয়েছে। মাস্ক সঠিকভাবে না পরার জন্য রেল কর্পোরেশনের তরফে কাউন্সেলিংয়ের বন্দোবস্ত হলেও যাত্রীরা সেখানে না গিয়ে বরং ভিড় পাকিয়ে আরও সমস্যার সৃষ্টি করেছে। প্রায় সাডে় পাঁচ মাস পর গত ৭ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে মেট্রো পরিষেবা চালু হয়েছে রাজধানীতে। ১২ সেপ্টেম্বর দিল্লির সমস্ত শাখার মেট্রো পরিষেবা চালু হয়ে যায়।