নতুন দিল্লি, ২৫ ডিসেম্বর: এবার জমি বিতর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Nobel laureate Amartya Sen) দিকে অভিযোগের আঙুল তুললেন বিজেপি সাংসদ সুব্রমনিয়ান স্বামী (Subramanian Swamy)। আজ টুইটে তিনি লেখেন, "বিশ্ববিদ্যালয়ের জমি প্লট দখল করার বিষয়ে বিশ্বভারতী ভিসি-র হাতে ধরা পড়ল অমর্ত্য সেন। এই বিষয়ে স্বচ্ছতার পরিবর্তে তিনি উপাচার্যের বিরুদ্ধে নিন্দাজনক মন্তব্য করেছেন। এমনকি তাঁর বাবার নামে বরাদ্দ হওয়া জমি তাঁর নামে হস্তান্তর করার দাবি করেছেন তিনি। তদন্ত প্রয়োজন।" এখানেই থেমে থাকেননি স্বামী। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখরকে তিনি চিঠি লিখবেন বলেও জানিয়েছেন।
অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র জমির খানিকটা অংশ বিশ্বভারতীর। এমনই অভিযোগ তুলে সম্প্রতি বিতর্কে জড়িয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। অভিযোগ উঠতেই ক্ষুব্ধ অমর্ত্য সেন নাকি বিশ্বভারতীর উপাচার্য চিঠি লিখে নিজের বক্তব্য জানিয়েছেন। আরও পড়ুন: Mamata Banerjee Writes To Nobel laureate Amartya Sen: জমি বিতর্কে পাশে দাঁড়িয়ে অমর্ত্য সেনকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Amartya Sen, caught by Vishva Bharati VC on grabbing University’s land plots, instead of coming clean on it, has made uncharitable remarks against the Vice Chancellor. Sen even demanded that land allotted to his father should be transferred to him in his name!! Inquiry is needed.
— Subramanian Swamy (@Swamy39) December 25, 2020
এদিকে জমি বিতর্কে নোবেলজয়ী অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনকে আজ চিঠি লিখেছেন তিনি। চিঠিতে অমর্ত্য সেনকে অমর্ত্যদা সম্বোধন করে মুখ্যমন্ত্রী লিখেছেন বলেছেন, "বিশ্বভারতীর কিছু নব্য হানাদার আপনার পারিবারিক সম্পত্তি সম্পর্কে আশ্চর্যজনক এবং ভিত্তিহীন অভিযোগ উত্থাপন শুরু করেছে ... সংখাগুরুর গোঁড়ামির বিরুদ্ধে আপনার লড়াইয়ে আমি আপনার সঙ্গে আছি।"