ফাইল ফটো (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ নাগাড়ে বৃষ্টিতে (Heavy Rain) ভিজছে জম্মু কাশ্মীর(Jammu and Kashmir)। প্রতিকূল আবহাওয়ার জন্য বুধবারের জন্য সাময়িকভাবে স্থগিত অমরনাথ যাত্রা( Amarnath Yatra 2025)। বুধবার, পহেলগাঁও (Pahalgam) এবং বালতাল বেস ক্যাম্প থেকে স্থগিত রাখা হয়েছে যাত্রা। গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি শুরু হয়েছে জম্মু কাশ্মীরে। এক নাগাড়ে হয়ে চলেছে বৃষ্টি। যার জেরে প্রবল ধসের আশঙ্কা তৈরি হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিচার করে তাই আজকের জন্য অমরনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

পাহাড়ে নাগাড়ে বৃষ্টি, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

আবহাওয়ার উন্নতি হলে ফের শুরু হবে অমরনাথ যাত্রা, এমনটাই প্রশাসন সূত্রে খবর। মূলত অমরনাথ যাত্রা দু'টি পথ রয়েছে। একটি পহেলগাঁও রুট। যেটি ৪৮ কিলোমিটার দীর্ঘ। আর অপরটি বালতাল রুট। যা ১৪ কিলোমিটার দীর্ঘ। এই পথটি অপেক্ষাকৃত ছোট হলেও ঝুঁকিপূর্ণ। উল্লেখ্য, গত ৩ জুলাই শুরু হয়েছে অমরনাথ যাত্রা। চলবে আগামী ৯ অগস্ট পর্যন্ত। এখনও পর্যন্ত এই যাত্রায় অংশগ্রহণ করেছেন প্রায় ৩.৯৩ লক্ষ তীর্থযাত্রী। ৯ অগস্ট পর্যন্ত এই সংখ্যাটা কয়েকগুণ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

উপত্যকায় ভারী বৃষ্টির জেরে ধসের আশঙ্কা, সাময়িকভাবে স্থগিত অমরনাথ যাত্রা