![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/04/105-380x214.jpg)
শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড এর ঘোষণা অনুযায়ী আগামী ২৯ জুন থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। ২৯ জুন থেকে শুরু করে এই বছরের অমরনাথ যাত্রা চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। অর্থাত্ মোট ৫২ দিন ধরে চলবে এই যাত্রা। গত ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছিল অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন।এবার ২৬ জুন সকাল থেকে জম্মু বেস ক্যাম্পের কাছে শুরু হল অমরনাথ যাত্রার ট্রায়াল রান। জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার, এডিজিপি জম্মু আনন্দ জৈন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। চারপাশের অঞ্চল পরিদর্শনও করেন।
প্রতি বছর অত্যন্ত কড়া নজরদারি ও নিরাপত্তার মধ্যে দিয়ে চলে অমরনাথ যাত্রা। এই যাত্রায় দুটি পথ ধরে তীর্থযাত্রীরা হেঁটে যেতে পারেন। যাত্রার অপেক্ষাকৃত সহজ পথ হল অনন্তনাগ জেলার মধ্যে দিয়ে নুনওয়ান-পহেলগাঁও রুট ধরে যাত্রা। ৪৮ কিলোমিটার দীর্ঘ এই পথ বেশি লম্বা হলেও এই পথে যাত্রা করা তুলনামূলক সহজ। আর অন্য পথটি হল গান্দারবাল জেলার মধ্যে দিয়ে বালতাল রুট ধরে যাত্রা। ১৪ কিলোমিটার দীর্ঘ এই পথ তুলনায় অনেকটাই ছোট হলেও এই পথ অনেক বেশি বন্ধুর।
#WATCH | J&K: Trial Run of Amarnath Yatra held at Jammu Base camp. Jammu Divisional Commissioner Ramesh Kumar, ADGP Jammu Anand Jain, and other senior officials reached the spot and took stock of security arrangements.
Amarnath Yatra will begin on 29 June and conclude on 19th… pic.twitter.com/5MWIXgNH2a
— ANI (@ANI) June 26, 2024