ডাক্তার কাফিল খান(Photo Credit: ANI)

লখনউ, ১ সেপ্টেম্বর: মঙ্গলবার উত্তরপ্রদেশের চিকিৎসক ডাক্তার কাফিল খানের (Dr Kafeel Khan) মুক্তির নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। গত ডিসেম্বরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক বিক্ষোভ সমাবেশে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই অভিযোগের ডাক্তার কাফিল খানের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা বিধি আইনে মামলাও দায়ের হয়। এর আগে গত ১২ আগস্ট সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টকে নির্দেশ দেয় যে মুক্তির আবেদনের ভিত্তিতে উত্তরপ্রদেশের চিকিৎসক কাফিল খানকে এবার ছাড়তে হবে। ১৫ দিনের মধ্যেই তাঁকে মুক্তি দিতে হবে। ছেলের মুক্তির দাবিতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসক কাফিল খানের মা নুঝত পারভীন। প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি ভি রামাসুব্রহ্মণিয়নের ডিভিশন বেঞ্চ কাফিল খানের মায়ের আবেদনের শুনানি। আরও পড়ুন-West Bengal Weather Update: ভাদ্রের আদ্রতা থেকে সাময়িক মুক্তি, আজ ও কাল বৃষ্টিমুখর রাজ্য

সুপ্রিম রায় মেনেই আজ চিকিৎসক কাফিল খানকে মুক্তির নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। গত ২৯ জানুয়ারি উত্তরপ্রদেশের এই চিকিৎসক গ্রেপ্তার হন। তবে ১০ ফেব্রুয়ারি আলিগড় আদালতে জামিনও পেয়ে যান তিনি। এর পরেও মথুরার জেল থেকে কাফিল খানের মুক্তি হয়নি। বরং ঠিক তিনদিন পরে তাঁর উপরে জাতীয় সুরক্ষা বিধি আইন বলবৎ করা হয়। এই মুহূর্তে তাঁকে আলিগড় আদালতে আনা হয়েছে।