Punjab: পঞ্জাবে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধের সময়সীমা বাড়িয়ে সোমবার

অমৃতসর, ১৯ মার্চ: আরও একদিন বাড়িয়ে দেওয়া হল পঞ্জাব জুড়ে জারি হওয়া ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়সীমা। এখনও অধরা খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে ধরতে এবং বিশৃঙ্খলা রুখতে পঞ্জাব জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কেবলমাত্র ব্য়াঙ্কিং ও মোবাইল রিচার্জ ছাড়া পঞ্জাব জুড়ে আর কোনওভাবেই ইন্টারনেটের ব্যবহার করা যাবে না। সেই সঙ্গে ডঙ্গেল পরিষেবা বন্ধ থাকছে। তবে কল করা যাবে।

এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও পঞ্জাব সরকার। আগামিকাল, সোমবার রাত ১২টা অবধি বন্ধ থাকবে নেট পরিষেবা। পাঞ্জাবের মোট ১২টি জেলায় ইন্টারনেটের পাশাপাশি এসএমএস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

দেখুন টুইট

সেই সঙ্গে পঞ্জাবের এই ১২টি জেলায় ১৪৪ ধারাও জারি করা হয়েছে। শনিবার সকাল থেকেই খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে গ্রেফতার করার জন্য অভিযান শুরু করে পঞ্জাব পুলিশ।