Photo Credits: Pixabay

নয়াদিল্লি: সরকারি চাকরির বাজারে বড় খবর নিয়ে এল অল ইন্ডিয়া মেডিকাল ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্সস (All India Institute of Medical Sciences)। সংস্থাটির নয়াদিল্লির (New Delhi) সদর দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানা গেছে, নার্সিং অফিসার (Nursing Officer) পদে ৩০৫৫ জনকে নিয়োগ (recruitment) করার জন্য পরীক্ষা নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা নয়াদিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ টিউবারকুলেসিস অ্যান্ড রেসপিটারি ডিজিজ (National Institute of Tuberculosis and Respiratory Diseases), নয়াদিল্লির এইমস এবং অন্যান্য এইমসে (AIIMS) নিযুক্ত হবেন।

প্রার্থীদের নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিটি টেস্টের (Nursing Officer Recruitment Common Eligibility Test) মাধ্যমে নির্বাচিত করা হবে। আর এই পরীক্ষাটি হবে আগামী জুন মাসের ৩ তারিখে, শনিবার। এই পরীক্ষায় বসতে ইচ্ছুক পরীক্ষার্থীরা এইমসের সরকারি ওয়েবসাইটে (norcet4.aiimsexams.ac.in) গিয়ে আবেদন জমা করতে পারেন। ১২ এপ্রিল থেকে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে www.aiimsexams.ac.in আবেদন জমা করতে শুরু করেছেন ইচ্ছুক প্রার্থীরা। চলবে আগামী ৫ মে বিকেল পাঁচটা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনলাইনে হওয়া এই পরীক্ষাটির মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের লেভেল সেভন কর্মচারী হিসেবে নিযুক্ত করা হবে। আর তাঁদের মাসিক মাইনে হবে ৪৪৯০০-১৪২৪০০ স্কেলে।

যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা- জেনারেল নার্সি মিডওয়াইফেরি/ বি.এসসি. (স্নাতক) নার্সিং/ বি.এসসি. নার্সিং/ বি.এসসি.(পোস্ট-সার্টিফিকেট)/ যে কোনও কেন্দ্রীয় বা রাজ্য নার্সিং কাউন্সিল অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে  পোস্ট-বেসিক বি.এসসি. করা প্রার্থী।

বয়স

১৮ থেকে ৩৫-এর মধ্যে।

কীভাবে আবেদন করবেন

প্রথমে এইমস-এর সরকারি ওয়েবসাইট norcet4.aiimsexams.ac.in-এ যেতে হবে। তারপর নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিটি টেস্ট (NORCET-4)-এ ক্লিক করতে হবে। যদি আগে ওই ওয়েবসাইটে আপনার নাম নথিভুক্ত করা না থেকে থাকে তাহলে নিউ রেজিস্ট্রেশনে যেতে হবে। সেখানে আপনার বিস্তারিত তথ্য দিতে হবে। সব কিছুর পর জমা করে দিতে হবে আপনার আবেদনটি।