নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি: কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের ডাকে আজ ভারত বনধ। শুক্রবার দেশজুড়ে বন্ধ থাকবে সমস্ত বাজার। মূলত জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নতু ই-ওয়ে বিল ও জিএসটির প্রতিবাদে এই বনধ ডাকা হয়েছে। প্রায় ৪০ হাজার ব্যবসায়ী সংস্থা এই বনধকে সমর্থন জানিয়েছে। এই বনধের জেরে __ আরও পড়ুন-WB Assembly Elections 2021: আসন্ন বিধানসভা নির্বাচনে মঙ্গলকোট নয়, মমতার কাছে দরবার সিদ্দিকুল্লার
West Bengal: Confederation of All India Traders has called for a nationwide strike today in protest against rise in fuel prices & new e-way bill & GST; latest visuals from Birbhum. pic.twitter.com/FL0hvkSHKJ
— ANI (@ANI) February 26, 2021
- দেশজুড়ে দোকানপাট বন্ধ থাকবে।
- পণ্য পরিবহন ব্যবস্থাও বন্ধ।
- চলবে না কোনও পণ্যবাহী গাড়ি।
- অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এই বনধকে সমর্থন জানিয়ে চাক্কা জ্যামের ডাক দিয়েছে।
- বেসরকারি পরিবহনও আজ রাস্তায় নামবে না। সকাল ৬টা থেকে রাত আটটা পর্যন্ত প্রতীকী বনধ পালনের নির্দেশ দেওয়া হয়েছে তাদের।
- এই বনধের জেরে শুক্রবার ৩০ লাখেরও বেশি রাস্তা বন্ধ থাকছে।
- প্রতিটি পরিহন সংক্রান্ত গুদামের বাইরে ঝুলবে ভারত বনধের ব্যানার। পণ্য পরিবহনের জন্য ২৬ ফেব্রুয়ারিতে কোনও গাড়ি বুক করবেন না। গ্রাহকদের কাছে এই মর্মে আগেই অনুরোধ করেছিল পরিবহন সংস্থা।
- জরুরি পরিষেবা, ওষুধের দোকান, সবজি, দুধ সরবরাহকারী সংস্থা বনধের আওতার বাইরে থাকছে।
- এই ভারত বনধের প্রভাব পড়বে না ব্যাংকিং সেক্টরেও।