ভারতে টিকাকরণ (Photo Credits: IANS|File)

নতুন দিল্লি, ২২ এপ্রিল: কেন্দ্র আগেই ঘোষণা করেছে যে ১৮ বছরের ঊর্ধ্বে সবাই করোনার টিক পাবেন আগামী ১ মে থেকে। আগামী বুধবার ২৮ এপ্রিল থেকে কোউইন পোর্টালে (CoWIN portal) টিকাকরণের জন্য নিজেদের নাম নথিভুক্ত করাতে পারেন ১৮ বছরের ঊর্ধ্বের যে কোনও নাগরিক। পছন্দের স্লট ও কাছের টিকাকেন্দ্রও নাম নথিভুক্তিকরণের সময়ই জানতে পারবেন। কোভিশিল্ড, কোভ্যাক্সিন ছাড়াও বেশ কয়েকটি টিকাকরণ সেন্টারে দেওয়া হতে পারে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনও। ন্যাশনাল হেলথ অথরিটির মুখ্য অধিকর্তা আরএস শর্মা সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, টিকাকরণ প্রক্রিয়ায় গতি আনার জন্য এবার টিকা দেওয়ার কেন্দ্রের সংখ্যা বাড়াতে চলেছে সরকার। আরও পড়ুন-West Bengal Weather Update: ষষ্ঠ দফার ভোটে রাজ্যে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া

নতুন টিকা নিয়ম অনুসারে, কেন্দ্র ও রাজ্যে আলাদা করেও ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার থেকে প্রতিষেধক কিনতে পারবেন। এবার কীকরে কো-উইন পোর্টালে গিয়ে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করবেন?

  • প্রথমে কো-উইন পোর্টালcowin.gov.in ভিসিট করুন।
  • মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।
  • সেখানে যা যা তথ্যের চাহিদা রয়েছে তা পূরণ করুন।
  • এরপর পছন্দমতো সময়ে কাছের টিকাকরণ কেন্দ্রে নিজের নাম নথিভুক্ত করুন।
  • একজন নাগরিক নিজে ছাড়াও আরও তিনজনের নাম নথিভুক্ত করাতে পারেন।
  • এমনকী, টিকাকরণের জন্য নাম নথিভুক্তিকরণের পর তা বাতিলও করা যেত।

কো-উইনে নাম নথিভুক্তিকরণে, আধার, প্যান, ভোটার কার্ড, এনপিআর স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পেনশন পাসবই, পাসপোর্ট, এগুলির কোনও একটি সঙ্গে থাকলেই হল। নাম নথিভুক্তিকরণে কোনও টাকা লাগছে না। যদি সরকারি কেন্দ্র থেকে টিকা নেন তাহলে পরেও টাকা লাগবে না। বেসরকারি কেন্দ্র থেকে টিকা নিলে ডোজ প্রতি আড়াইশো টাকা খরচ পড়বে।