আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা . (Photo Credits: Wikimedia Commons)

গুরুগ্রাম, ২৬ জুলাই: ভুয়ো খবর প্রচারের অভিযোগে গুরুগ্রামের একটি জেলা আদালত চিনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার (Alibaba) প্রতিষ্ঠাতা জ্যাক মা (Jack Ma) তলব করল। ইউসি নিউজের (UC News) এক প্রাক্তন কর্মচারীর মামলার পরিপ্রেক্ষিতেই এই তলব। ওই কর্মচারীর অভিযোগ, কম্পানির অ্যাপ্লিকেশনগুলিতে ভুয়ো খবর ও সেন্সরশিপ দেখে তিনি আপত্তি জানান। পরে তাঁকে কম্পানি অন্যায়ভাবে সাসপেন্ড করে।

রয়টার্স দাবি করেছে যে ওই খবরগুলি একই রকম রয়েছে এখনও। আলিবাবার ইউসি ওয়েবের প্রাক্তন কর্মচারী পুষ্পেন্দ্র সিং পারমার অভিযোগ করেছেন যে সংস্থাটি চিনের পক্ষে নয় এমন কনটেন্ট সেন্সর করত এবং ইউসি ব্রাউজার এবং ইউসি নিউজে মিথ্যা সংবাদ প্রচার করেছিল। যা সামাজিক ও রাজনৈতিক অশান্তির কারণ। পুষ্পেন্দ্র গুরুগ্রাম জেলা আদালতে এনিয়ে মামলা দায়ের করেন। বিচারক সোনিয়া শেওকান্দ আলিবাবা, জ্যাক মা ও অন্যদের সমন পাঠিয়েছিলেন। ২৯ জুলাই তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে। আরও পড়ুন: Covid-19 Rapid Test: মাত্র ১ ঘণ্টায় করোনার রিপোর্ট দেবে, পোর্টেবল ডায়াগনস্টিক ডিভাইস তৈরি করল আইআইটি খড়গপুর

কয়েকদিন আগেই ভিডিয়ো অ্যাপ্লিকেশন টিকটক এবং ইউসি ব্রাউজার সহ ভারত ৫৯টি চিনা অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছে। তারপরই এই মামলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) ভারত ও চিন সেনার সংঘর্ষ হয়। তাতে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। এরপরই মোদি সরকার চিনা অ্যাপ নিষিদ্ধ করে।