AK Antony(Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৮ নভেম্বর: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি (AK Antony)। তাঁর পুত্র, অনিল কে অ্যান্টনি টুইটারে এই খবর জানিয়েছেন। এ কে অ্যান্টোনির স্ত্রী এলিজাবেথ অ্যান্টনিও করোনায় আক্রান্ত হয়েছেন। অনিল আরও জানিয়েছেন যে তাঁর বাবা ও মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, তাঁদের দিল্লি এইমসে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল।

অনিল কে অ্যান্টনি টুইটারে লিখেছেন, “আমার বাবা-মা দুজনেই করোনা পজিটিভ। আজই তাঁরা ভর্তি হবেন। আপনারা প্রার্থনা করুন তাঁদের সুস্থ হয়ে ওঠার জন্য।"

মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ৭৯ বছরের একে অ্যান্টনি। কেরালার মুখ্যমন্ত্রীও ছিলেন পাঁচবারের কংগ্রেস সাংসদ। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন কেরালার গভর্নর আরিফ মহম্মদ খান। তার আগে রাজ্যের অর্থমন্ত্রী থমাস আইজ্যাক এবং শিল্পমন্ত্রী ইপি জয়রাজন করোনাভাইরাসে আক্রান্ত হন।