
আজমের, ১৭ মেঃ সাম্প্রতিক সময়ে ভারত পাক সংঘর্ষ পরিস্থিতিতে (India Pakistan Tension) পাকিস্তানকে ড্রোন সরবরাহ করে সামরিক সাহায্য করেছিল তুরস্ক (Turkey)। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে পাক সেনাবাহিনীর ছোঁড়া ড্রোন, যার অধিকাংশই ভারতীয় সেনা ধ্বংস করেছিল, সেগুলো আসলে তুরস্কের ডোন বলে জানা গিয়েছে। ভারতের উপর হামলার জন্যে তুরস্ক পাকিস্তানকে ড্রোনের জোগান দিচ্ছে, যার অর্থ ভারত-পাক সংঘর্ষে তুরস্ক তার সমর্থন পাকিস্তানকে দিয়েছে। তাই এবার তুরস্কের সঙ্গে ব্যবসায় দূরত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা।
রাজস্থানের আজমেরে আপেল ব্যবসায়ীরা তুর্কি আপেল বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। এক আপেল ব্যবসায়ী জানাচ্ছেন, 'ভারত-পাকিস্তান উত্তেজনার পর, তুরস্ক থেকে আসা আপেল এবং কিউই সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সে দেশ থেকে আসা অন্য ফলও নিষিদ্ধ করা হবে আগামী দিনে। তুরস্কের আপেলের পরিবর্তে কাশ্মীরের আপেলের চাহিদা বাড়ছে ক্রেতাদের মধ্যে। ফলের পাশাপাশি তুরস্কের সঙ্গে পাথরের ব্যবসাও বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা।
তুর্কি আপেল বয়কট, কাশ্মীরের আপেলের চাহিদা বাড়ছেঃ
#WATCH | Ajmer, Rajasthan: Following Turkey's support for Pakistan amid recent tensions with India, Apple traders in Ajmer say they have decided to boycott Turkish apples. pic.twitter.com/nNVaAMGe2u
— ANI (@ANI) May 17, 2025
জম্মু কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গি হামলা এবং ২৬ জনকে খুন করার ঘটনার পরেই পাকিস্তানের সঙ্গে সমস্তরকম কূটনীতিক সম্পর্ক বাতিল করেছে নয়াদিল্লি। আর পাকিস্তানকে সমর্থন এবং তাকে ড্রোন সাহায্য দেওয়ায় তুরস্কের সঙ্গেও ব্যবসায়িক সম্পর্ক ছেদ করতে চাইছে ভারতের ব্যবসায়ীরা। যদিও সরকারি তরফে এই বিষয়ে কোন ঘোষণা বা বিবৃতি জারি হয়নি। ব্যবসায়ীরা স্বতঃপ্রণোদিতভাবেই তুরস্কের সঙ্গে ব্যবসায় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।