Pakistan PM Shehbaz Sharif (Photo Credits: X)

ইসলামাবাদ, ১৭ মেঃ জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) জবাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর চালানো 'অপারেশন সিঁদুর' অভিযানে পাক বিমানঘাঁটি ক্ষয়ক্ষতির বিষয়টিতে অবশেষ স্বীকৃতি দিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। ওই অভিযানে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছিল। পাকিস্তান পালটা ভারতের উত্তর পশ্চিম সীমান্ত এলাকায় সাধারণ মানুষকে নিশানা শুরু করে, গোলাবর্ষণ চালায়। এরপরেই 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) এর অংশ হিসাবে পাক বিমানঘাঁটি ধ্বংস অভিযান চালায় ভারত। বহাওয়ালপুর, নুরখান এয়ারবেস ধ্বংস করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের সেই দাবি তখন উড়িয়ে দিয়েছিলেন শাহবাজ। তবে ঘটনার প্রায় দশ দিনের মাথায় অপারেশন সিঁদুরের অংশ হিসেবে পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ভারতের নির্ভুল হামলার বিষয়টি নিশ্চিত করলেন পাক প্রধানমন্ত্রী।

ভারতীয় হামলায় স্বীকৃতিঃ

সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে চলা চার দিনের সংঘর্ষ পরিস্থিতি নিয়ে শুক্রবার, ১৬ মে রাতে প্রথমবার কোন সভায় মুখ খুললেন শাহবাজ (Shehbaz Sharif)। পাকিস্তান মনুমেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বললেন, ৯ এবং ১০ মে-র  ভোররাত আড়াইটে নাগাদ সেনাবাহিনী প্রধান জেনারেল অসীম মুনির আমায় ব্যক্তিগতভাবে ফোন করেন। ভারতের ছোঁড়া ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি অবহিত করেন। নুরখান সহ বেশ কয়েকটি বিমানঘাঁটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানান মুনির। দেশের জন্যে সেটি গভীর উদ্বেগের মুহূর্ত ছিল'।

দেখুন কী বললেন শাহবাজঃ

ভারতের হামলায় পাক বিমানঘাঁটি ধ্বংসের বিষয়টি কখনই এর আগে মানেননি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রতিবারই সেই দাবি উড়িয়ে দিয়েছেন তিনি। তবে শেষমেশ তা স্বীকার করে নিলেন তিনি। ইসলামাবাদ থেকে শাহবাজের সেই ভিডিও বার্তা বিজেপির জাতীয় তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন।