(Photo Credits: Twitter/@goairlinesindia)

কলকাতা, ২৩ মার্চ: করোনাভাইরাসের (COVID-19 Outbreak) সংক্রমণ রুখতে ইতিমধ্যেই লকডাউন করা হয়েছে রাজ্যকে। সোমবার বিকেল ৫টা থেকে আগামী শুক্রবার রাত ১২টা পর্যন্ত রাজ্যে জারি লকডাউন। ইতিমধ্যেই গত ২২ মার্চ আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে অন্ত:রাজ্য বিমান পরিষেবা বন্ধ করার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। সেই চিঠি পাওয়ার পরই নড়েচড়ে বসে কেন্দ্র। ২৪ মার্চ মধ্যরাত থেকেই কার্যকর করা হচ্ছে এই নিয়ম। পরবর্তী নোটিশের আগে পর্যন্ত সারা দেশজুড়ে বন্ধ উড়ান (Domestic flight operations) পরিষেবা।

নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছেন মমতা, 'কেন্দ্র এখনও বিমান চলাচল চালু রাখায় আমরা ভীষণভাবে উদ্গিগ্ন। কারণ এই বিমান পরিষেবা চালু থাকলে শাটডাউন ও কোয়ারান্টাইনের প্রোটোকলের লঙ্ঘন হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও ব্যবস্থা না থাকায় আমরা বিষয়টি নিয়ে রাজ্যে বেশ সমস্যায় পড়েছি।'' এই চিঠির পরই সিদ্ধান্ত নিয়ে তড়িঘড়ি বন্ধ করা হল সমস্ত উড়ান পরিষেবা। আরও পড়ুন: Kolkata, 1st Coronavirus Death: করোনার থাবায় কলকাতায় প্রথম মৃত্যু

ইতিমধ্যে যে বিমানগুলি মাঝ আকাশে রয়েছে কিংবা আজ সন্ধেতে আকাশে ওড়ার সম্ভাবনা রয়েছে। সেই বিমানগুলি নির্দষ্ট গন্তব্যে অবতরণ করানো হবে। বাকি আর কোনও বিমান আকাশে উড়বে না। কেন্দ্রের তরফ থেকে একথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ২৪ মার্চ মধ্যরাত থেকে বাতিল সমস্ত বিমান। দেশজুড়ে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫।