ডিজিসিএর নির্দেশিকা না মানার কারণে ১ কোটি ১০ লক্ষ টাকার ফাইন গুনতে হল এয়ার ইন্ডিয়াকে। দূর পাল্লার বিমান যাত্ররার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম ভঙ্গ করার কারণেই জরিমানা করা হয়েছে এয়ার ইন্ডিয়াকে।
বিমান কর্মচারীর তরফে একটি রিপোর্ট পাওয়ার পরে সেটিকে খতিয়ে দেখা হয় এবং সেখানে দূর পাল্লায় যাত্রার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বহ্গ করা হয়েছে বলে অভিযোগ উঠে আসে।
এরপরেই ডিজিসিএর পক্ষ থেকে শোকজ নোটিশ পাঠানো হয় এয়ার ইন্ডিয়াকে। দোষ খুঁজে পাওয়ার কারণে জরিমানা করা হয় এয়ার ইন্ডিয়াকে।
গত বছর নভেম্বরে যাত্রী সুরক্ষার গলদ থাকার কারণে নোটিশ পাঠানো হয় ডিজিসিএর তরফে। সম্প্রতি ইন্ডিগোকেও যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থার গলদের কারণে জরিমানা করা হয় ১ কোটি ২০ লক্ষ টাকা।
The aviation watchdog, Directorate General of Civil Aviation (#DGCA), has imposed a penalty of Rs 1.10 crore on #AirIndia after an airline employee alleged safety violations on flights operated on certain long-range terrain critical routes, an official said.
Read:… pic.twitter.com/EIkawsjQ3Y
— IANS (@ians_india) January 24, 2024