Air India: মাঝ আকাশে অভব্যতা, প্রস্রাব, থুতু ফেলার অভিযোগে গ্রেফতার যাত্রী
Air India (Representational Image) Photo Credit: Twitter@barandbench

দিল্লি, ২৭ জুন: মাঝ আকাশে ফের হইচই। এবার এয়ার ইন্ডিয়ার AIC 866 বিমানে মাঝ আকাশে এক যাত্রীর বিরুদ্ধে প্রস্রাবের অভিযোগ ওঠে। মুম্বই-দিল্লিগামী বিমানে রাম সিং নামে এক যাত্রী গত ২৪ জুন প্রস্রাব করেন বলে অভিযোগ। বিমানের প্রথম শ্রেণিতে বসেই ওই যাত্রী ওই ধরনের ব্যবহার করেন বলে অভিযোগ। শুধু তই নয়, প্রস্রাবের পাশাপাশি ওই যাত্রীর বিরুদ্ধে থুতু ফেলারও অভিযোগ ওঠে। বিমানকর্মীদের চোখে বিষয়টি এলে, তাঁরা ওই যাত্রীকে সতর্ক করেন।  কেবিন ক্রুরা ওই যাত্রীকে সতর্ক করেন এবং অন্যদের সঙ্গ থেকে পৃথক করে দেন।

এরপর বিমানবন্দরে নামার পর ওই যাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। দিল্লি বিমানবন্দরে এরপর ওই যাত্রীকে গ্রেফতার করা হয়।  বিষয়টির উপর নজর রাখা হচ্ছে।  তদন্তে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানানো হয় এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের তরফে।