
আহমেদাবাদে মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার (Air India AI171) বিমান দুর্ঘটনায় অসংখ্য যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনও সরকারী সূত্রে এই বিষয়ে কোনও তথ্য প্রকাশিত না হলেও সংবাদ সংস্থা এপি দাবি করছে, সম্ভবত এই দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীরই মৃত্যু হয়েছে। যার মধ্যে বিমান চালক ও ক্রু-ও রয়েছেন বলে খবর। এদিকে এয়ার ইন্ডিয়ার বিমানটি যে এলাকায় ভেঙে পড়ে, সেটি যথেষ্ট জনবহুল এলাকা ছিল। এবং এখানে একটি মেডিকেল কলেজেরও হোস্টেল ছিল। এই হোস্টেলের ছাদে বিমানটি আছড়ে পড়ে। যার ফলে কমপক্ষে ২০ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। যদিও এই মৃত্যুর সংখ্যাও এখনও নিশ্চিত করা হয়নি।
ক্যান্টিনে খাওয়ার সময় আছড়ে পড়ে বিমানটি
জানা যাচ্ছে, হোস্টেলের টপ ফ্লোরে ক্যান্টিন ছিল এবং ঘটনার সময় অনেক পড়ুয়াই ক্যান্টিনে খেতে গিয়েছিলেন। সেই সময় বিমানের ধাক্কা লাগে ওই ভবনে। কার্যত ভেঙে যায় ছাদের একাংশ। এছাড়া হোস্টেলের আশেপাশে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে পয়েছে। এছাড়া বিমানের শেষ অংশ ঝুলছে ছাদে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে এসে উদ্ধারকারী দল আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেই সঙ্গে ওই হোস্টেল চত্বর থেকে আটকে থাকা পড়ুয়াদের বাইরে বের করেও আনা হয়েছে।
আহমেদাবাদে বিমান দুর্ঘটনা
বৃহস্পতিবার দুপুর ১টা ১০ নাগাদ ২৪২ জন যাত্রীকে নিয়ে এআই ১৭১ বিমানটি রানওয়ে দিয়ে ছোটা শুরু করে। বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যে বিমানে যান্ত্রিক গোলোযোগ শুরু হয়। মাত্র ৬২৫ ফুট ওপরে ওঠার পরই নিচে নামতে শুরু করে। ১টা ৩৮-এর মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে এই বিমানটি। শেষ মুহূর্তে এটিসি-তে যোগাযোগ করারও চেষ্টা করেছিলেন বিমানের পাইলট, কিন্তু তাতে শেষরক্ষা করা যায়নি।