
নয়াদিল্লি, ২২ জুনঃ ফের ঝুঁকির মুখে এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Flight)। বার্মিংহাম (Birmingham) থেকে দিল্লিগামী বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ২২ জুন, শনিবার রাত ৮টা বেজে ২৬ মিনিটে বার্মিংহাম থেকে এয়ার ইন্ডিয়ার AI114 বিমানটি রওনা দেয় দিল্লির উদ্দেশ্যে। মাঝ আকাশে যাত্রী বোঝাই উড়ানে বোমা হামলার হুমকি আসতেই তৎক্ষণাৎ গতিপথ ঘুরিয়ে নেন পাইলট। সৌদি আরবের রাজধানী রিয়াদের (Riyadh) কিং খালিদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে জরুরি অবতারণ করে বিমানটি। জানা যাচ্ছে, বিমানের টয়লেট থেকে বোমা হামলার হুমকির নোট উদ্ধার হয়। এরপরেই পাইলট জরুরি অবতারণের সিদ্ধান্ত নেন।
এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার হুমকিঃ
Flight AI114 from Birmingham to Delhi on June 21 received a bomb threat and was consequently diverted to Riyadh, where it landed safely and completed security checks: Air India Spokesperson
— ANI (@ANI) June 22, 2025
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে (King Khalid International Airport) নির্বিঘ্নে অবতারণের পর নিরাপদে নামিয়ে আনা হয় যাত্রীদের। এরপর বিমানের নিরাপত্তা তল্লাশি শুরু হয়। কিন্তু কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। যা সকলকে স্বস্তি দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বিমানে বোমা হামলার হুমকি যেভাবে বাড়ছে তা চিন্তায় ফেলছে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাকে (DGCA)।