নতুন দিল্লি, ৭ ফেব্রুয়ারি: এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে এক চিনা যাত্রী (Chinese Passenger) বমি করে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। এরফলে প্রায় ঘণ্টা চারেক দেরি হয় বিমান। বিমানটি নতুন দিল্লি থেকে পুনের। সেইসময় এক চিনা যাত্রী হঠাৎ অসুস্থবোধ করে। তারপরই বমি করে ফেলে। অসুস্থ যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর বিমান চলা শুরু হয়। জারজন্য সময় লেগে যায় প্রায় চার ঘণ্টা। দুপুর ১২.১১ মিনিট নাগাদ বিমানটি ছাড়ে। এই ভাইরাসের ত্রাসে ত্রস্ত গোটা বিশ্ব।
করোনা ভাইরাস এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩০ জন। কর্ণাটক হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সার্ভিস বিভাগ অন্তত ৮৩ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করছে। গত বুধবার স্বাস্থ্য বিভাগ থেকে এই রিপোর্ট জানানো হয়। অন্যদিকে অন্যদিকে চিনের বানিজ্য ক্ষেত্রেও ব্যাপক ধ্বস নেমেছে। করোনা ভাইরাস এর ফলে চিনের ইমপোর্ট এবং এক্সপোর্ট ব্যবসা ব্যবসা মুখ থুবরে পড়েছে। ভারত চিনের ব্যবসার ক্ষেত্রেও ক্ষতির মুখে পড়েছে। আরও পড়ুন, খোলা বাজারে টাকা নেই, তাই গৃহ ও গাড়ি ঋণে সুদের হার কমাচ্ছে এসবিআই
চিনের থেকে এই ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। গত সোমবার কেরালা সরকার করোনা ভাইরাস কে মহামারী রূপ বর্ণনা করেছে। কেরালায় মোট তিনজন এই ভাইরাসে আক্রান্ত বলে মনে করা হচ্ছে। প্রায় ৭০জন এখনও কেরালাতে করোনা ভাইরাস সন্দেহে চিকিৎসাধীন। প্রায় ৬৩০ জন চিনে এই ভাইরাসে আক্রান্ত।