দিল্লি, ২০ জুন: এয়ার ইন্ডিয়ার (Air India Flight) বিমানে লাগল পাখির ধাক্কা। দিল্লি (Delhi) থেকে পুণে (Pune) যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে লাগে পাখির ধাক্কা। দিল্লি থেকে পুণের দিকে ওড়ার সময় এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা লাগে। পাখির ধাক্কা লাগতেই তা নিয়ে ছড়ায় আতঙ্ক। তবে বিমানটিকে অত্যন্ত নিরাপদে পুণে বিমানবন্দরে নামানো হয় বলে খবর। পুণে বিমানবন্দের এয়ার ইন্ডিয়ার বিমান নামতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা। পাশাপাশি ওই বিমানের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।
সেই যাত্রীদের যাতে কোনও ধরনের অসুবিধার মুখে পড়তে না হয়, সেই ব্যবস্থাও সংশ্লিষ্ট সংংস্থার তরফে করা হয়।
গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি বিমানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানটি ওড়ার ৫ মিনিটের মাথায় সেটি ভেঙে পড়ে। প্রচণ্ড বিস্ফোরণে বিমানটি ভেঙে পড়ে। যার জেরে ওই বিমানে থাকা যাত্রীদের প্রত্যেকের মৃত্যু হয়। মাত্র ১ জন যাত্রী বেঁচে ফিরতে পারেন। যিনি বিমানের ১১ এর এ আসনে বসেছিলেন। বিমানের ১১-এর এ বিমানের যাত্রী বিশ্বাস রমেশ কীভাবে বেঁচে ফিরলেন, তা নিয়েও বিস্ময় তৈরি হয়। তবে বিশ্বাস রমেশের সঙ্গে তাঁর যে দাদা ওই বিমানে ছিলেন, তিনি বাঁচতে পারেননি ওই অভিশপ্ত বিমানের লেলিহান শিখার গ্রাস থেকে।