
দিল্লি, ১৭ জুন: এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানে দুর্ঘটনার পর থেকে দুর্যোগ যেন কাটছে না। এয়ার ইন্ডিয়ার একের পর এক দুর্যোগের খবর প্রকাশ্যে আসছে (Air India Flight Cancellation)। এয়ার ইন্ডিয়ার ৫টি বিমান ১৭ জুন বাতিল করা হয়েছে। এমনই খবর প্রকাশ্যে এল। রিপোর্টে প্রকাশ, আজ এয়ার ইন্ডিয়ার (Air India Dreamliner International) দিল্লি-দুবাই, দিল্লি-ভিয়েনা, দিল্লি-প্যারিস, আহমেদাবাদ-লন্ডন এবং লন্ডন-অমৃতসরের বিমান বাতিল করা হয়েছে। কী কারণে পরপর এয়ার ইন্ডিয়ার বিমানগুলিকে বাতিল করা হয়, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
এয়ার ইন্ডিআর দিল্লি-প্যারিস বিমানটিকেও বাতিল করা হয়েছে বলে সংস্থার মুখপাত্রের তরফে আজ জানানো হয়। তবে দিল্লি-প্যারিসের বিমান বাতিল করলেও, যাত্রীরা যাতে অসুবিধায় না পড়েন, তার জন্য হোটোলে থাকার ব্যবস্থা করা হয়। পাশাপাশি টিকিটের সমস্ত অর্থ ফেরৎ দেওয়া হবে বলেও সংস্থার তরফে জানানো হয়।
দেখুন কী জানাল এয়ার ইন্ডিয়া...
Air India Spokesperson says, "Flight AI143 from Delhi to Paris of 17 June has been cancelled. The mandatory pre-flight checks identified an issue which is being presently addressed. However, in view of the flight coming under the restrictions on night operations at Paris Charles…
— ANI (@ANI) June 17, 2025
গত সপ্তাহে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার (Air India Plane Crash)। আহমেদাবাদ থেকে লন্ডনে ওড়ার সময় এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়ে। যেখানে ২৪২ জন যাত্রী ছিলেন। ড্রিমলাইনার ভেঙে পড়তেই সেখানে ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়। বেঁচে ফেরেন মাত্র ১ জন। বিমানের ১১-র এ আসনে যে যাত্রী বসেছিলেন, বরাত জোরে তাঁর প্রাণ রক্ষা পায়। বাকি বিমানের ২৪১ জনেরই মৃত্যু হয়। বিমানের যাত্রীদের সঙ্গে আগুনের গ্রাসে প্রাণ যায় আহমেদাবাদ-লন্ডনগামী বোয়িংয়ের ক্যাপ্টেন সুমিত সবরওয়ালেরও। সেই সঙ্গে বিমানের ১০ জন ক্রুও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আহমেদাবাদ-লন্ডন বিমান ভেঙে পড়ার খবর নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। ওই দুর্ঘটনায় প্রাণ যায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিরও।