নতুন দিল্লি, ৮ এপ্রিল: ইন্ডিগোর প্রশংসা বার্তা পেয়ে আপ্লুত জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India)। করোনাভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরমধ্যেই বিদেশে থাকা ভারতীয়দের উদ্ধার করে এনেছে এয়ার ইন্ডিয়ার বিমান। এমন কাজের জন্য এয়ার ইন্ডিয়ার সমস্ত কর্মীদের প্রতি স্যালুট জানিয়েছে বিমান সংস্থা ইন্ডিগো। বিদেশ থেকে আক্রান্ত ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য আগেই ইন্ডিগোর সিইও রণজয় দত্ত টুইট বার্তায় এয়ার ইন্ডিয়াকে সাধুবাদ জানিয়েছিলেন। তিনি এ-ও বলেন, এই বিপর্যয়ের দিনে একেবারে নিজস্ব খরচে ইন্ডিগো ৩০টি ত্রাণ বিমান চালাবে। এরপরই পাল্টা প্রশংসার পালা। প্রশংসার উত্তরে টুইট বার্তায় ইন্ডিগোকে ধন্যবাদ জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
অসময়ে দেশের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশেও কুণ্ঠা করেনি জাতীয় বিমান সংস্থা। “আমাদের উদ্যোগকে সাধুবাদ জানানোর জন্য ধন্যবাদ। নিরন্তর কাজ করে চলা এয়ার ইন্ডিয়ার কর্মীদের মন ছুঁয়ে গেছে আপনার বক্তব্য। এটা দেকেই শান্তি পাই যে বিপর্যয়ের দিনে সমগ্র অ্যাভিয়েশন পরিবার জাতির স্বার্থে এক যোগে কাজ করছে।” বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এক রিলিজ প্রকাশ করে জানিয়েছে, গত ২৮ মার্চ থেকে সরকারি অনুমতিতে নিজস্ব খরচে ত্রাণের বিমান চলছে। ২৫ মার্চ থেকে আন্তাঃরাজ্য বিমান চলাচল নিষিদ্ধ হওয়ায় ইন্ডিগোর ২৫০টি এয়ার মাটিতেই রয়েছে। ইন্ডিগোর সিইও বলেছেন, “লকডাউন সত্ত্বেও আমরা সরকারি অনুমতিতে একেবারে নিজেদের খরচে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছি। এমন ৩০টা ত্রাণ বিান চলেছে। জাতীয় বিপর্যয়ের সময় আমাদের ২৭ হাজার কর্মী একযোগে কাজ করেছেন।” আরও পড়ুন-Coronavirus Deth Toll In US: করোনার থাবায় মৃত্যুপুরী মার্কিন মুলুক, ১ দিনে মারণ রোগের বলি প্রায় ২০০০
#FlyAI : Thank you Sir, for your gesture of acknowledging our efforts. Your words have touched the hearts of every Air Indian working tirelessly. Its
heartening to see the entire aviation family serving the Nation together in this time of crisis. @IndiGo6E pic.twitter.com/Bw25d3620G
— Air India (@airindiain) April 7, 2020
করোনা আক্রান্ত বিদেশের বিভিন্ন জায়গা থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য এয়ার ইন্ডিয়ার প্রশংসা করেছেন রনজয় দত্ত। তিনি আরও বলেন, “বিদেশের মাটি থেকে দেশের মানুষকে বিপর্যয়ের দিনে এভাবে উদ্ধার করে আনার জন্য এয়ার ইন্ডিয়ার সহকর্মীদের স্যালুট জানিয়েছেন ইন্ডোগোর কর্মীরা। এই ঘটনায় আমরা সবাই গর্বিত যে বিপর্যয়ের মুহূর্তে অ্যাভিয়েশন পরিবার মানবিকতাকে সবকিছুর ঊর্ধ্বে রেখেছে।”