তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী (Photo Credits: PTI)

চেন্নাই, ১৮ জুন: দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত কাল সারা দিনে ১২ হাজারেরও বেশি মানুষ নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। দেশের মধ্যে মহারাষ্ট্রের পরেই চরম খারাপ অবস্থায় রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্ত ৪০ হাজারেরও বেশি। সংক্রমণ রুখতে ১২ দিনের জন্য চেন্নাই ও লাগোয়া তিনটি জেলা সম্পূর্ণ লকডাউনে যাচ্ছে। আগামী কাল শুক্রবার থেকেই শুরু হচ্ছে। মাঝের দুই রবিবার শুধু চিকিৎসা পরিষেবা ও দুধ সরবরাহ মিলবে এলাকায়। এই সময় ক্ষমতাসীন এআইএডিএমকে সরকারের তরফে আম্মা ক্যান্টিন (Amma Canteens) থেকে বিনামূল্যে খাবার বিতরণ করা হবে। বৃহস্পতিবার এমনই ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী

মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, এই আম্মা ক্যান্টিনের খাবার কমিউনিটি কিচেনে মাধ্যমে সরবরাহ হবে। কিছু কিছু এলাকায় যেখানে বয়স্করা বসবাস করেন সেখানে বাড়িতেও খাবার পৌঁছে দেওয়া হবে। সোমবার তিনি বলেছিলেন, চেন্নাই-সহ লাগোয়া চেঙ্গালপেট, তিরুভাল্লুর ও কাঞ্চিপুরমে ফের সম্পূর্ণ লকডাউন হচ্ছে ১৯ তারিখ থেকে। লকডাউন বলবৎ থাকবে ৩০ জুন পর্যন্ত। গোষ্ঠী সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চার জেলায় সংক্রমণ ছড়িএছে ৫০ হাজারের উপরে। আরও পড়ুন-PM Modi On Coal Mine Auction: আত্মনির্ভর দেশ গড়তে বিরাট পদক্ষেপ, ৪১টি কয়লাখনির নিলাম প্রক্রিয়া শুরু করলেন নরেন্দ্র মোদি

এদিন লকডাউন সম্পর্কিত বিবৃতি দিতে গিয়েই মুখ্যমন্ত্রী আম্মা ক্যান্টিনের প্রসঙ্গ আনেন। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম্মা জয় ললিতার সম্মানেই এই ক্যান্টিন চালু হয়েছিল। স্থানীয়রাই ক্যান্টিনের পরিচালনার দায়িত্বে রয়েছেন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণে তৈরি সেই আম্মা ক্যান্টিন আগামী ১২ দিন বিনামূল্যে খাবার বিতরণ করবে। প্রয়োজনে সময়সীমা বাড়তেও পারে। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই এই লকডাউন কার্যকরী হতে চলেছে। এখন কমিউনিটি কিচেনের মাধ্যমে দুঃস্থদের খাবার বিতরণ করা হচ্ছে। বয়স্কদেরও বাড়িতে গিয়ে এই সময় খাবার সরবরাহ করা হবে।