প্রতীকী ছবি (Photo Credit: Wikimedia)

নয়াদিল্লিঃ অনলাইনে (Online) অর্ডার করা খাবার নয়, এ বার খোদ পাঁচতারা হোটেলের (Five Star Hotel) খাবারে মরা আরশোলা মেলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে আমেদাবাদের (Ahmedabad) ভস্ত্রপুর (Vastrapur) এলাকার একটি পাঁচতারা হোটেলে। ব্রেকফাস্টে (Breakfast) দেওয়া সাম্বার (Sambar) ডালে মৃত আরশোলা (Cockroach) মিলতেই শোরগোল পড়ে যায় বলে খবর। ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয় ওই বিলাসবহুল পাঁচতারা হোটেলের হেঁশেল। জানা গিয়েছে, আমেদাবাদের এই হোটেলে একটি অনুষ্ঠান চলছিল। তাতেই অতিথি হিসেবে যোগদান করেছিলেন এক ব্যাক্তি। ব্রেকফাস্টের প্লেটে আরশোলা পেয়ে অভিযোগ জানান। এই ঘটনায় আমেদাবাদ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (এএমসি) খাদ্য বিভাগের আধিকারিক ভাবিন জোশী বলেছেন, "ভস্ত্রাপুর এলাকার হোটেল 'হায়াত আহমেদাবাদ'-এ আয়োজিত একটি অনুষ্ঠান চলাকালীন, একজন অতিথি সাম্বারে একটি আরশোলা পান। তিনি একটি ভিডিয়োও করে রাখেন। এরপর

হোটেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পর পোর্টালের মাধ্যমে আমাদের কাছে অভিযোগ দায়ের করেন।" শুধু তাই নয় শেষে তিনি আরও বলেন, " তদন্তে নেমে হোটেল পরিদর্শনে গিয়ে হোটেলের 'ইন্ডিয়ান কিচেন' বিভাগটি অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া গিয়েছে। ফলে অবিলম্বে রান্নাঘরটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।"