Vulture. (Photo Credits:Twitter)

আমেদাবাদ, ১৫ ডিসেম্বর:  শকুন হারা আমেদাবাদ। স্মার্ট সিটির কোপে শকুন শূন্য হয়ে গেল গুজরাটের রাজধানী আমেদাবাদ। প্রতি চার বছর অন্তর গুজরাট বন দফতর শকুন শকুন গণনা বা ভালচার সেনসাস করে। এবার শকুন সুমারিতে দেখা যায় গোটা আমেদাবাদে একটাও শকুন নেই। তন্নতন্ন করে খুঁজেও আমেদাবাদে একটাও শকুন মেলেনি।

অথচ একটা সময় আমেদাবাদের রাস্তায় অনেক শকুন দেখা যেতে। সরকারী হিসেবে গুজরাটের রাজধানীতে ১৫ বছর আগে মোট শকুন ছিল ২৫৪টি। বিরল প্রজাতির সাদা ডানা, ইজিপ্টে থেকে আসা পরিযায়ী শকুনও দেখা যেত। কিন্তু এখন সে সব ইতিহাস।

দেখুন টুইট

দেখা যাচ্ছে আমেদাবাদে স্মার্ট সিটি প্রজেক্ট সিটি শুরুর পর থেকে শহর শকুন শূন্য হয়ে গিয়েছে। নগরায়নের কোপে প্রকৃতির ভারসাম্য বজায়ে অবদান রাখা শকুন এখন আমেদাবাদে আর বিপন্ন নয়, বিলুপ্ত। পরিবেশবিদরা এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন।