বৃন্দাবনের ইসকন মন্দির (Photo Credits: ANI)

মথুরা, ১১ আগস্ট: পুরোহিত-সহ ২২ জন করোনাভাইরাস পজিটিভ হওয়ায় মঙ্গলবার বন্ধ হয়ে গেল বৃন্দাবনের ইসকন মন্দির (ISKCON Temple)। কৃষ্ণ জন্মাষ্টমীর শুভ লগ্নেই মন্দিরের সঙ্গে যুক্ত ২২ জনের শরীর মিলল মারণ ভাইরাসের জীবাণু। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে মন্দিরে পুণ্যার্থীর আনাগোনা বাড়বে। তাতে সংক্রমণ ছড়াতে পারে, মনে করেই আগেভাগে মন্দির বন্ধ করে দেওয়া হল। ভগবান বিষ্ণুর আট নম্বর অবতার মনে করা হয় শ্রীকৃষ্ণকে। আজ শ্রীকৃষ্ণের জন্মদিন। কংস মামার হাত থেকে মথুরাবাসীকে রক্ষা করার জন্যই দেবকী ও বাসুদেবের ঘরে শ্রীকৃষ্ণের জন্ম হয়। চলতি বছরে আজকের দিনে অর্থাৎ ১১ আগস্ট থেকে শুরু হল জন্মাষ্টমীর উদযাপন। চলবে ১৩ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত। আরও পড়ুন-Janmashtami 2020: ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে তালের বড়া থেকে তাল বেকড সন্দেশ, জন্মাষ্টমীতে উদযাপনে মেতেছে বাঙালি

বিশ্বের সব থেকে বড় ইসকন মন্দিরটি রয়েছে বৃন্দাবনে। একে শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরও বলা হয়ে থাকে। উত্তরপ্রদেশের পবিত্র শহর বৃন্দাবনেই রয়েছে এই শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। বৃন্দাবনের এই কৃষ্ণ বলরাম মন্দিরেই সর্বোচ্চ মানের পরিচ্ছন্নতা বজায় রেখে ভগবানের পুজো করা হয়। এই মন্দিরের দুই বিগ্রহ হল শ্রীকৃষ্ণ ও বলরাম। ডান দিকে রয়েছে গোপী ললিতা বিশাখার সঙ্গে রাধাকৃষ্ণ। বাঁদিকে রয়েছে মহাপ্রভু শ্রীচৈতন্য ও নিত্যানন্দের মূর্তি। এবং পাশাপাশি রয়েছে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপদ ও তাঁর আধ্যাত্মিক গুরু ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বিগ্রহ।