নতুন দিল্লি, ২৩ মার্চ: শিয়রে সপ্তম পে- কমিশন, (7th Pay Commission) বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন। এমনিতেই সরকারি কর্মচারীদের দাবি ছিল যে, তাঁদের বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৬ হাজার টাকা করতে হবে। একই সঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ৩.৬৮ গুন করতে হবে। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লেই বেতন ৮ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। সূত্রের খবর, খুব শিগগির কর্মীদের বকেয়া মিটিয়ে মহার্ঘ্যভাতা বাড়াতে চলেছে কেন্দ্র।
উল্লেখ্য, ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে ৩.৬৮ হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক বেতন হবে ২৬ হাজার টাকা। যাংদের বর্তমান বেতন ১৮ হাজার টাকা, ফিটমেন্ট ফ্যাক্টর যোগ করে তাঁরা তখন পাবেন ৪৬ হাজার ২৬০ টাকা।