Narendra Modi (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ২১ জুন:  অগ্নিপথ (Agnipath) প্রকল্প ঘোষণার পরপরই গোটা দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়। বিহার থেকে উত্তরপ্রদেশ, হরিয়ানা-সহ একাধিক জায়গায় শুরু হয় বিক্ষোভ। অগ্নিপথ প্রকল্পে চুক্তি ভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হলে, এবার তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে হাজির হন তিন বাহিনীর প্রধান। সেনা প্রধান নীরজ পান্ডে, বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী এবং নৌসেনা প্রধান এইচ হরি কুমার আজ প্রধানমন্ত্রী (Narendra Modi) বাসভবনে হাজির হন। প্রায় আধঘণ্টা ধরে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

তবে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের কী বিষয়ে আলোচনা হয়, সে বিষয়ে কোনও খবর প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন:  COVID 19: দিল্লিতে ফের বাড়ল করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৮৩ জন

প্রসঙ্গত গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) অগ্নিপথ প্রকল্পের উদ্বোধন করেন। যেখানে দেশের সেনা বাহিনীর জন্য চুক্তি ভিত্তিক সেনা নিয়োগ করা হবে বলে জানানো হয়। রাজনাথ সিংয়ের ঘোষণার পর থেকেই প্রায় গোটা দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়।