নতুন দিল্লি, ১৪ এপ্রিল: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা বলেছেন। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যে ৩ মে পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেনের চলাচল বাতিল করল ভারতীয় রেল (Indian Railways)। আগে ১৪ এপ্রিল পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল বাতিল ছিল। আজই ছিল ২১ দিনের লকডাউনের শেষদিন। রেলমন্ত্রকের তরফে সংবাদ সংস্থা এএনআই-কে জানানো হয়েছে, ৩ মে লকডাউনের মধ্যে কোনও যাত্রীবাহী ট্রেন চলবে না। ২১ দিনের লকডাউন শেষ হওয়ার দিনই এই ঘোষণা করল রেলমন্ত্রক। রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মেল ট্রেন, একস্প্রেস ট্রেন, সুপার ফাস্ট ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, লোকাল ট্রেন, কলকাতা মেট্রো ও কোঙ্কন রেল ৩ মে পর্যন্ত মোট ২৪০০ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। আরও পড়ুন- PM Narendra Modi: ভারতের জাতিসত্ত্বাকে বাঁচিয়ে রাখতে ৩ মে পর্যন্ত লকডাউন কঠোরভাবে পালন করুন, টুইটে আবেদন প্রধানমন্ত্রীর
All passenger train services on Indian Railways including Premium trains, Mail/Express trains, Passenger trains, Suburban Trains, Kolkata Metro Rail, Konkan Railway etc shall continue to remain suspended till the 2400 hrs of 3rd May: Ministry of Railways https://t.co/SZ7mUugP9B
— ANI (@ANI) April 14, 2020
মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই ভাষণেই মোদি বলেন, 'সবক'টি রাজ্য এবং রাজ্যের নাগরিকেরা চাইছেন লকডাউনের সময়সীমা বাড়ানো হোক। লকডাউনের জন্যই আমাদের দেশ অন্য উন্নত দেশের তুলনায় এখনও অনেক ভাল পরিস্থিতিতে রয়েছে।মূলত বিশেষজ্ঞ, বিভিন্ন রাজ্যের সরকার ও সংগঠনের তরফে মতামত পাওয়ার পরই লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে। ২০ এপ্রিলের পর পরিস্থিতি বিচার করে হটস্পট এলাকাগুলির নিয়মকানুন শিথিল হতে পারে। যদি সামাজিক দূর্তব বজায় রাখা-সহ সমস্ত লকডাউন জনিত নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করা হয়, তাহলেই হয়তো কিছুটা ছাড়পত্র মিলতে পারে। নচেৎ নয়।