Brahmos Missile (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৩ অগাস্ট: সিন্ধু নদীর (Indus River)) জল নিয়ে একাধিকবার হুমকি দেওয়া হচ্ছে পাকিস্তানের (Pakistan) তরফে। কখনও অসীম মুনির (Asim Munir) আবার বিলাওয়াল ভুট্টো আবার কখনও শেহবাজ় শরিফ ভারতের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন। সিন্ধু নদীর জল পাকিস্তানের 'প্রাপ্য'। তা থেকে বঞ্ছিত করা হলে, তার ফল ভাল হবে না বলে শেহবাজ় (Pak PM Shehbaz Sharif) যেমন হুমকি দেন, তেমনি অসীম মুনির সিন্ধুর বাঁধে পরমাণু বোমা মারা হবে বলে হুমকি দিয়েছেন। পাকিস্তানের রাজনীতিকরা যখন ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে পাক জনসধারাণের কাছে নিজেদের সাহসের প্রমাণ দিতে শুরু করেছেন, সেই সময় মুখ খুললেন আসাদউদ্দিন ওবেইসি (Asaduddin Owaisi)।

ওবেইসি আরও বলেন, ভারতকে এই সমস্ত হুমকি দিয়ে কোনও লাভ হবে না। অনেক হয়েছে। তাই পাকিস্তান এই সমস্ত বলা কিংবা কথা বন্ধ করুক বলেও মন্তব্য করেন আসাদউদ্দিন ওবেইসি।

আরও পড়ুন: Pak PM Shehbaz Sharif Threatens Indi: সিন্ধুর জল নিয়ে পাকিস্তানের 'গরমাগরম' হুমকি, ফের ভারতের বিরুদ্ধে জেগে উঠল 'কাগুজে বাঘ' শেহবাজ়ের বক্তব্য

শুনুন ওবেইসি কী বললেন ব্রক্ষ্মোস নিয়ে...

 

পহেলগাম হামলা এবং সিন্ধু চুক্তি স্থগিত 

গত ২২ এপ্রিল পহেলগামে পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালায়। পহেলগামে হামলা চালিয়ে ২৬ জনকে নির্মমভাবে হত্যা করে জঙ্গিরা। পহেলগাম হামলায় নীরিহ মানুষের প্রাণ ঝরার যে ছবি, তা দেখে গোটা বিশ্ব শিউরে ওঠে। এরপরই সিন্ধু চুক্তি স্থগিত করা হচ্ছে বলে দিল্লির তরফে জানানো হয়।

সিন্ধুর জল নিয়ে পাক প্রধানমন্ত্রীর হুমকি 

'সিন্ধু নদীর জল পাকিস্তানের প্রাপ্য। তাই জলের এক ফোঁটা আটকানো হলেও, পাকিস্তান কাউকে ছেড়ে দেবে না। সিন্ধুর জল আটকালে এমন শাস্তি দেওয়া হবে, যা শত্রুরা মনে রাখবে।' এমন মন্তব্যও করতে শোনা যায় শেহবাজ় শরিফকে। যার পালটা উত্তর এবার দিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওবেইসি।