PM Narendra Modi (Photo Credit: ANI/X)

জয়পুর, ২২ মে: পহেলগাম (Pahalgam Terror Attack) হামলার একমাস পূর্ণ হল আজ। অর্থাৎ গত মাসের এই দিনেই পহেলগামের বৈসরণ ভ্যালিতে নারকীয় হামলা চালায় জঙ্গিরা। এক এক করে ২৬ জনকে হত্যা করে পাক জঙ্গিরা। পহেলগাম হামলার পর ৭ মে শুরু হয় অপারেশন সিঁদূর (Operation Sindoor) । যে অপারেশনে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK) প্রবেশ করে ভারতীয় সেনা বাহিনী (Indian Army) একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়।

অপারেশন সিঁদূরের পর পাকিস্তানের (Pakistan) অন্দরে কম্পন ধরেছে। ভারত (India)  যাতে অস্ত্র বিরতিতে রাজি হয়, তার জন্য পাক সেনার ডিজিএমও ফোন করেন ভারতের ডিজিএমওকে। ফলে ভারত, পাকিস্তানের মধ্যে অস্ত্র বিরতি সম্পন্ন হয়। ভারত এবং পাকিস্তানের মাঝে অস্ত্র বিরতি হলেও, অপারেশন সিঁদূর বন্ধ হয়নি একেবারে। স্থগিত করা হয়েছে মাত্র। ভারতীয় সেনার তরফে যেমন এই কথা জানানো হয়, তেমনি তা স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। জঙ্গিদের সঙ্গে যে ভারত কোনওভাবে আপোষ করবে না, তা স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: S Jaishankar: 'জঙ্গিরা পাকিস্তানে থাকলে, তাদের খুঁজে বের করে মারব', কড়া বার্তা জয়শঙ্করের

শুনুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

 

আর এবার পহেলগাম হামলার এক মাস পূর্ণ হতেই রাজস্থানে হাজির হন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। তিনি বলেন, যারা সিঁদূর মুছতে চেয়েছিল, তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ভারতের মা, বোনেদের সিঁদূর যারা মুছতে চাইবে, তাদের অস্তিত্ব বিলোপ করে দেওয়া হবে। রাজস্থান থেকে ফের পাকিস্তান এবং পাক আশ্রিত জঙ্গিদের কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা ভারতের রক্ত বইয়েছিল, তাদের কর্মফল ভুগতে হচ্ছে এখন প্রতি পদে। যারা ভাবছিল,ভারত চুপ করে বসে থাকবে, তারা এখন বাড়ির ভিতরে লুকিয়ে বসে রয়েছে। রাজস্থানের জনসভা থেকে এভাবেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়।