Colonel Sofiya Quresh (Photo Credits: X)

দিল্লি, ১৩ মে: এবার কর্নেল সোফিয়া কুরেশিকে (Colonel Sofia Qureshi) অপমান করলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ (Vijay Shah)। একটি অনুষ্ঠানে হাজির হয়ে বিজয় শাহ বলেন, যারা ভারতের মেয়েদের মাথার সিদূঁর মুছে দেয় তাদের মারতে তাদেরই সম্প্রদায়ের এক বোনকে পাঠানো হয়। অর্থাৎ কর্নেল সোফিয়া কিরেশিকে উদ্দেশ্য করে কার্যত অশ্লীল, কুৎসিত মন্তব্য করেন মধ্যপ্রদেশের মন্ত্রী। তিনি কীভাবে কর্নেল কুরেশিকে নিয়ে ওই ধরনের অপমানজনক মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

শুনুন কী বললেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ..

 

প্রসঙ্গত এর আগে বিদেশ সচিব বিক্রম মিস্রিকে (Vikram Misri Trolled) অশ্লীল কটাক্ষ করা হয়। ভারত-পাকিস্তানের মাঝে সংঘর্ষ বিরতি চুক্তি হতেই বিক্রম মিস্রির দিকে তেড়ে যান একদল মানুষ। তাঁকে ট্রোল করা হয়। বিক্রম মিস্রির কন্যাকেও ছাড়া হয়নি। তাঁকেও কটাক্ষ করেন ট্রোলাররা। যার জেরে শেষ পর্যন্ত বিক্রম মিস্রি নিজের সোশ্যাল হ্যান্ডেল প্রাইভেট বা ব্য়ক্তিগত করে দেন।

আরও পড়ুন: IFS Vikram Misri: বিক্রম মিস্রিকে অশ্লীল কটাক্ষ, বিদেশ সচিবের পাশে দাঁড়ালেন ওবেইসি, অখিলেশরা, মুখ খুললেন একাধিক কূটনীতিকও

বিক্রম মিস্রির পর এবার কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কার্যত অশ্লীল বক্তব্য শোনা গেল মধ্যপ্রদেশের মন্ত্রীর মুখে।