Photo Credits: ANI

নয়াদিল্লি: ভারতের বিনিয়োগের রাস্তায় আরও প্রশস্ত হল বিশ্বখ্যাত সংস্থা ওয়ালমাটের (Walmart)। রবিবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ করেন ওয়ালমাটের চিফ এগজিকিউটিভ অফিসার ডগ ম্যাকমিলন (Walmart CEO Doug McMillon)। এরপরই টুইট করে ভারতে বিনিয়োগের (investment) বিষয় স্পষ্ট করে তিনি।

টুইটে তিনি লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করায় ভারতে আমরা যা কাজ করছি তা আরও শক্তিশালী (reinforces) হয়েছে। একসঙ্গে আমরা দেশের উৎপাদন বৃদ্ধি (manufacturing growth) ও নতুন সুযোগ (create opportunity) তৈরির বিষয়ে ধারাবাহিক ভাবে সাহায্য করব।"

এর জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "ওয়ালমাটের সিইও মিস্টার ডগ ম্যাকমিলনের সঙ্গে বৈঠক ফলপ্রসূ (fruitful) হয়েছে। বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা (discussion) করেছি আমরা। ভারত বিনিয়োগের আকর্ষণ হয়ে উঠেছে দেখে খুশি হচ্ছি।"