Sachin Pilot: গেহলটকে বিদ্রোহের 'সার্জিক্যাল স্ট্রাইক' পাইলটের, দেখুন সচিনের বাক্য বোমার ভিডিয়ো
Sachin Pilot Photo Credit: Twitter@ANI

জয়পুর, ৯ মে: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব মিটতেই বোমা ফাটালেন রাজস্থানে কংগ্রেসের 'বিদ্রোহী' নেতা সচিন পাইলট (Sachin Pilot)। সচিন পাইলট বোমা ফাটিয়ে বললেন, ক দিন আগে ধোলপুরে অশোক গেহলট (Ashok Gehlot) যা বলেছেন তা শুনে মনে হচ্ছে ওঁর নেতা সোনিয়া গান্ধী নন। শুনে মনে হচ্ছে উনি সোনিয়া নন, বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে নিজের নেত্রী মনে করেন।"

প্রসঙ্গত, ধোলপুরে অশোক গেহলট অভিযোগ করেছিলেন, বিজেপির থেকে মোটা অর্থ নিয়ে রাজস্থানে কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ দেখাচ্ছেন সচিন পাইলট ও তাঁর অনুগামীরা। আসন্ন বিধানসভা নির্বাচনে অশোক গেহলটের বদলে তাঁকে রাজস্থানের সিংহাসনে বসাক দল, সেই দাবিতে অনড় সচিন পাইলট।

দেখুন ভিডিয়ো

২০১৮ রাজস্থান বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দারুণ জয়ের পিছনে সচিনের বড় ভূমিকা ছিল। তবে যোগ্য দাবিদার হলেও তাঁকে মসনদে না বসিয়ে, গান্ধী পরিবারকে রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে অশোক গেহলটকে বেছে নেন। তখন থেকে সচিন বারবার বিদ্রোহ দেখিয়ে মুখ্যমন্ত্রী পদে বসতে চান। কিন্তু দল বরাবরই তাঁকে গেহলটের ডেপুটি করেই সন্তুষ্ট করে রেখেছে।