
দিল্লি, ২২ মে: আরও এক পাকিস্তানি চরকে (Pakistani Spy) গ্রেফতার করা হল। জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) পর এবার উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে গ্রেফতার করা হল মাসুদ আলম ওরফে তুফাইল নামে এক ব্যক্তিকে। ভারত সম্পর্কে একাধিক গোপণ তথ্য পাকিস্তানের (Pakistan) হাতে তুলে দিত তুফাইল ওরফে মাসুদ আলম। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ সামনে আসার পর উত্তরপ্রদেশের বাসিন্দা তুফাইলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। উত্তরপ্রদেশ এটিএসের তরফে ওই পাক চরকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
উত্তরপ্রদেশ এটিএস গ্রেফতার করল তুফাইলকে...
UP ATS arrests one Tufail s/o Maqsood Alam from Varanasi, on charges of spying for Pakistan. He was sharing important information about India's internal security with Pakistan.
On developing this intelligence, ATS Field Unit Varanasi confirmed that Tufail was in contact with… pic.twitter.com/cw18siTAeI
— ANI (@ANI) May 22, 2025
রিপোর্টে প্রকাশ, তুফাইলের সঙ্গে পাকিস্তানের একাধিক ব্যক্তির যোগাযোগ রয়েছে বলে উত্তরপ্রদেশ এটিএস খবর পায়। কুখ্যাত জঙ্গি মৌলনা শাহ রিজভির একাধিক ভিডিয়ো এই তুফাইল বিভিন্ন মানুষের মধ্যে শেয়ার করতে শুরু করে বলে জানতে পারে উত্তরপ্রদেশ এটিএসের বারাণসী ইউনিট। এসেবর পাশাপাশি তেহরিক-ই-লাব্বিক নামে একটি হোয়াটস অ্যাপ গ্রুপের সদস্য এই তুফাইল। ওই হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে নিষিদ্ধ জিনিসপত্র শেয়ার করত তুফাইল।
সেই সঙ্গে বাবরি মসজিদের বদলা নেওয়া এবং ভারতে শরিয়া আইন প্রচলন কীভাবে করা যাবে, হোয়াটস অ্যাপ মেসেজের মাধ্যমে সেই চেষ্টা চালাত এই তুফাইল।