ইন্ডিয়া জোটের স্বার্থে দক্ষিণ মুম্বই লোকসভা উদ্ভব ঠাকরের শিবসেনাকে ছাড়তে চলেছে কংগ্রেস। নিজের গড়ে দাঁড়াতে পারবেন না এমনটা বুঝতে পেরে কংগ্রেস ছেড়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা। দক্ষিণ মুম্বইয়ে লোকসভায় প্রার্থী হতে শিবসেনার একনাথ শিন্ডে শিবিরে যোগ দিলেন মিলিন্দ দেওরা। কারণ এই আসনে দুই শিবসেনার লড়াই হবে। ২০১৯ লোকসভা ভোটে দক্ষিণ মুম্বই লোকসভা কেন্দ্রে শিবসেনা প্রার্থীর কাছে হেরেছিলেন মিলিন্দ। এবার শিন্ডের সেনায় যোগ দিয়ে তাঁর লক্ষ্য হবে নিজের গড়ে প্রার্থী হওয়া।
১৯৮৯ লোকসভা থেকে ১৯৯৯ পর্যন্ত দক্ষিণ মুম্বই লোকসভায় কংগ্রেস প্রার্থী ছিলেন মুরলী দেওরা। তারপর ২০০৪ থেকে ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হন মুরলী ছেলে মিলিন্দ দেওরা। দ্বিতীয় মনমোহন সিং সরকারে বাবা-ছেলে দুই দেওরাই মন্ত্রী হয়েছিলেন।
দেখুন ভিডিয়ো
#WATCH | Former Congress leader Milind Deora joins Shiv Sena in the presence of Maharashtra CM Eknath Shinde, in Mumbai.
Deora quit the Congress party today. pic.twitter.com/0Q0NCuV5yh
— ANI (@ANI) January 14, 2024
দেখুন খবরটি
After joining Shiv Sena, Milind Deora says, "This is a very emotional day for me. I had never thought that I would quit Congress. Today, I joined Shiv Sena." https://t.co/yPnN6WBg5E pic.twitter.com/Nss9dm7ojw
— ANI (@ANI) January 14, 2024
এদিন সকালেই মুম্বইয়ের কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা এক্স হ্যান্ডেল থেকে ঘোষণা করলেন, কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ৫৫ বছরের সম্পর্কে ইতি টানছেন তিনি। বেলা গড়াতেই মিলিন্দ এসে পৌঁছলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Maharashtra Chief Minister Eknath Shinde) বাসভবনে।