Photo Credits: PTI

নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি: নির্বাচনী প্রতীক হাতছাড়া হওয়ার পর, এবার সংসদ ভবনের ঘরও হাতছাড়া হল শিবসেনার প্রতিষ্ঠাতা বালা সাহেব ঠাকরের ছেলে উদ্ধভের। নির্বাচন কমিশন একনাথ শিন্ডকেই শিবসেনার আসল প্রতীক দেওয়ায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর হাতে থাকা শিবসেনার অংশকেই সংসদ ভবনের ১২৮ নম্বর ঘর দেওয়া হল। লোকসভার সচিবালয় থেকে নোটিশ দিয়ে এই কথা জানানো হল। শিবসেনার ১৯ জন সাংসদের মধ্যে ১৩ জন রয়েছেন একনাথ শিন্ডের মধ্যে।

উদ্ধভের দিকে থাকা ৬জন সাংসদের মধ্যে আবার দু জনের অবস্থান এখন অনিশ্চিত। শিন্ডের শিবিরের শিবসেনারা সাংসদরা এখন সংসদের ১২৮ নম্বর ঘরেই বসবেন। এবার উদ্ধভ ঠাকরের শিবিরের সাংসদদের জন্য আলাদা ঘর বরাদ্দ করতে হবে।

দেখুন টুইট

এদিকে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগা অব্যাহত রাখলেন উদ্ধভ ঠাকরে। ইতিমধ্যেই একনাথ শিন্ডেকে দলের নির্বাচনী প্রতীক তীর-ধনুক বরাদ্দ করায় সুপ্রিম কোর্টে মামলা করেছেন ঠাকরে শিবির। এদিকে, একনাথ শিন্ডে জানিয়েছেন, ঠাকরে পরিবারের কোনও সম্পত্তিতেই তারা হাত দেবেন না। তারাই যে আসল শিবসেনা সেটা আবারও জানালেন শিন্ডে।