এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান দুর্ঘটনার (Air India Flight Crash) ৪৮ ঘন্টা পার। অবশেষে মৃত যাত্রীদের দেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল আহমেদাবাদের সিভিল হাসপাতাল। গত শুক্রবার পর্যন্ত মৃত ও তাঁদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছিল। সেই প্রক্রিয়া শেষ হতে হাসপাতাল কৃতৃপক্ষ দেহ হস্তান্তরের জন্য আরও ৪৮ ঘন্টা সময়সীমা দিয়েছিল। কিন্তু তার আগেই শনিবারের মধ্যে ডিএনএ নিশ্চিতকরণের কাজ সম্পন্ন করা হল। তারপরেই শনিবার দুপুর থেকে শুরু হল পরিবারের হাতে মরদেহ তুলে দেওয়ার কাজ। এদিন হাসপাতালে ছিলেন মন্ত্রী জগদীশ বিশ্বকর্মা।

দেহ সনাক্ত করা যাচ্ছিল না

আসলে দুর্ঘটনায় মৃত যাত্রীদের শরীর আগুনে এমনভাবে ঝলসে গিয়েছিল যে অধিকাংশদেরই চিহ্নিত করা যাচ্ছিল না। জামাকাপড় বা সিট কভারের সঙ্গে দেহ এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে সেখান থেকে নমুনা সংগ্রহ করতে বেশ বেগ পেতে হচ্ছিল চিকিৎসকদের। শুক্রবার নমুনা সংগ্রহের পর ২৪১ জনের দেহ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। যাঁদের মধ্যে বিমানের চালক, ক্রু মেম্বারদের দেহও ছিল।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যু

এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির। তাঁর মৃত্যু নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। কারণ ওই বিমানে করেই লন্ডনে তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হল না। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁরও। যদিও এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। তবে সনাক্ত করা গিয়েছে কিনা, এই বিষয়ে এখনও কোনও তথ্য দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।