নয়াদিল্লি: হিমাচল প্রদেশ ভ্রমণকারী পর্যটক ভর্তি একটি টেম্পো দুর্ঘটনার (Accident) কবলে পড়ে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে গ্রামফুর কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং ২২ জন আহত হয়েছেন। আহতদের মানালি হাসপাতালে আনা হয় এবং কয়েকজনকে কুল্লু হাসপাতালে রেফার করা হয়। আহত ২২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: Strike In Fulbari: ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, রাস্তায় আটকে ২ হাজার ট্রাক
ডিএসপি রশ্মি শর্মা জানান, গাড়িতে মোট ২৪ জন ছিলেন। এতে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন। আহত বাকি ২২ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর মানালি হাসপাতালে রেফার করা হয়েছে। ডিএসপি রশ্মি শর্মা বলেন, চালকের ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে, পুলিশ বিষয়টি তদন্ত করছে।